দুর্গাপুজো, কালীপুজো শেষে আজ ছটপুজো (ChhatPuja)। প্রধানত বিহারি সম্প্রদায়ের মানুষের এই ধর্মীয় উৎসব পালিত হয় উত্তর ভারতেরও কয়েকটি জায়গাতেও। ছটপুজো উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “মানবজাতি ও প্রকৃতির মধ্যে চিরন্তন বন্ধন উদযাপন করে ছটপুজো।“
আরও পড়ুন-ছটপুজোতে নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
সোমবার, নিজের স্যোশাল মিডিয়া পোস্টে অভিষেক লেখেন, “ছটপুজো উদযাপনকারী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। বিশ্বাস, পবিত্রতা এবং মানবজাতি ও প্রকৃতির মধ্যে চিরন্তন বন্ধন উদযাপন করে।
ভক্তরা যখন অস্তগামী এবং উদীয়মান সূর্যকে অর্ঘ্য প্রদান করেন, তখন সেটি আমাদের কৃতজ্ঞতা, শৃঙ্খলা এবং ভক্তির মতো চিরন্তন মূল্যবোধের কথা মনে করিয়ে দেয় যা এই উৎসবকে সংজ্ঞায়িত করে।“
আরও পড়ুন-ইংল্যান্ডে ফের বর্ণবিদ্বেষী ধর্ষণের শিকার ভারতীয় পঞ্জাবি মহিলা
বাংলার সর্বধর্ম সমন্বয়ের কথা মনে করিয়ে অভিষেক লেখেন, “বাংলা ও তার বাইরে ছটের চেতনা মানুষকে প্রার্থনা এবং আশায় এই বিশ্বাসকে জাগিয়ে তোলে যে আলো সর্বদা অন্ধকারকে হারিয়ে জয়লাভ করবে। ‘ছটী মাইয়া’ প্রতিটি বাড়িতে সুস্বাস্থ্য, সুখ এবং প্রাচুর্য আশীর্বাদ করুন।“

