সোমবার ২৭ অক্টোবর বালিগঞ্জ থানা এলাকার বেলতলা মোটর ভেহিক্যালের কাছে পেয়ারাবাগান বস্তিতে বিকাল ৩টে নাগাদ আগুন লেগেছে। এদিনের এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ শিশুসহ মোট ৮ জন। আহতদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বস্তির একটি বাড়ির গ্যাস সিলিন্ডার লিক করে সেখান থেকেই আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। বস্তির একটি ঘরে আগুন লাগে এবং সেটি কিছুক্ষনের মধ্যেই ভস্মীভূত হয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বস্তির একটি ঘরে তালা দেওয়া ছিল এবং বাসিন্দারা বাইরে ছিলেন। দমকলের একটি ইউনিট কাজ করছে, তবে আগুন পুরোপুরি এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। অত্যন্ত সরু গলি তাই দমকল কর্মীদেরও আগুন নেভানোর কাজে বেশ বেগ পেতে হয়েছে।

