বিধান রায়কে ছাপিয়ে মুখ্যমন্ত্রিত্বে নয়া রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের

জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখ্যমন্ত্রিত্বের মুকুটে জুড়ল নতুন পালক।

Must read

প্রতিবেদন : জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখ্যমন্ত্রিত্বের মুকুটে জুড়ল নতুন পালক। দীর্ঘ সময় মুখ্যমন্ত্রী পদে থাকার ক্ষেত্রে তিনি ছাপিয়ে গেলেন বাংলার প্রথম মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কে। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ই রাজ্যের দ্বিতীয় দীর্ঘ সময়ের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-দিল্লিতে সেনা-অফিসার পরিচয় দিয়ে তরুণী চিকিৎসককে ধর্ষণ

সোমবার সেই মাইলফলক ছুঁলেন তিনি।
স্বাধীনতা-পরবর্তী যুগে দীর্ঘ সময় বাংলার মুখ্যমন্ত্রীর পদে ছিলেন বিধানচন্দ্র রায়। বাংলার রূপকার হিসাবে ভারতরত্ন বিধান রায় ১৯৪৮ সালের ২৩ জানুয়ারি থেকে ১৯৬২ সালের ১ জুলাই পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন। সেই হিসাবে তাঁর মুখ্যমন্ত্রিত্বের মেয়াদকাল ১৪ বছর ১৫৯ দিন। সোমবার সেই রেকর্ড পার করে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ১৪ বছর ১৬০ দিন পূরণ করলেন তিনি। অর্থাৎ জ্যোতি বসুর পরে দ্বিতীয় দীর্ঘ সময়ের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article