প্রতিবেদন : বাংলা-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শুরু করার ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। সোমবার নয়াদিল্লিতে কমিশনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার থেকেই সংশ্লিষ্ট রাজ্যগুলিতে এসআইআর প্রক্রিয়া শুরু হবে। কমিশনের এই ঘোষণার পরিপ্রেক্ষিতে তৃণমূল সাফ জানিয়ে দিল, রাজ্যে প্রথম থেকেই নির্ভুল ভোটার তালিকা চেয়েছে তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই নির্ভুল ভোটার তালিকাকে সমর্থন করেছেন। কিন্তু বাংলার একজনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ গেলে বা তাঁদের হয়রান করলে প্রতিবাদ হবে! আইনি পথে পদক্ষেপ করবে দল। এসআইআর-এর নিয়মকানুন পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
আরও পড়ুন-বিধান রায়কে ছাপিয়ে মুখ্যমন্ত্রিত্বে নয়া রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের
পাশাপাশি, ভোটার তালিকার এই নিবিড় সংশোধন নিয়ে রাজ্যবাসীর পাশে থাকার বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেস। এসআইআর-এর নামে বিজেপি নেতাদের আইন-বহির্ভূত প্ররোচনায় পা না দেওয়ার বার্তা দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের তরফে বক্তব্য রাখতে গিয়ে মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বাংলায় কোনও বৈধ ভোটারকে বাদ দিতে দেওয়া যাবে না৷ বিজেপির চক্রান্ত সফল হবে না৷ আইনি পথে তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের পাশে থাকবে৷
এদিন সাংবাদিক সম্মেলনে এসআইআর ঘোষণায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, মধ্যপ্রদেশ, গোয়া, লাক্ষাদ্বীপ, রাজস্থান এবং আন্দামান নিকোবরে এসআইআর প্রক্রিয়া শুরু হবে। তাই সোমবার মধ্যরাত থেকেই সংশ্লিষ্ট রাজ্যগুলিতে ভোটার তালিকা ‘ফ্রিজ’ করা হচ্ছে। মঙ্গলবার থেকে রাজ্যগুলিতে শুরু হবে এসআইআর সংক্রান্ত এনুমেরেশন ফর্ম ছাপার কাজ। একই সঙ্গে বিএলওদের প্রশিক্ষণ শুরু হবে। চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি-বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম দেওয়া হবে। কেউ রাজ্যের বাইরে থাকলে বা প্রবাসীরা অনলাইনেও ফর্ম ভরতে পারবেন। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। তালিকা নিয়ে অভিযোগ থাকলে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে জানানো যাবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

