প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষার প্রচার ও প্রসারে নতুন কর্মসূচি নিয়ে এবার এগিয়ে এসেছেন বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার (kakoli ghosh Dastidar)। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের দুঃস্থ ছাত্রছাত্রীদের জন্য নিখরচায় প্রাইভেট টিউশনের উদ্যোগ নিয়েছেন তিনি। আগেও আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য এমপি স্কলারশিপের ব্যবস্থা করেন সাংসদ। এবার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহযোগিতায় ‘শিক্ষার আলো ঘরে ঘরে’ নামে এমপি শিক্ষা মিশনের তরফে ফ্রি টিউশন ক্লাসের সূচনা করলেন তিনি (kakoli ghosh Dastidar) রবিবার বারাসত পুরসভার বিদ্যাসাগর প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। বারাসত সাংগঠনিক জেলার আওতাধীন প্রতিটি স্কুল-কলেজের মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের বিভিন্ন স্ট্রিমের অভাবী ছাত্রছাত্রীদের জন্য প্রতি রবিবার সকাল-বিকেল এই টিউশনের ব্যবস্থা হয়েছে। ক্লাস নেবেন প্রতিটি বিষয়ের শিক্ষক-শিক্ষিকারা। আর এর সুফল পাবে এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। সাংসদ বলেন, আমাদের মুখ্যমন্ত্রী শিক্ষার প্রচার-প্রসারে লাগাতার কাজ করছেন। শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করে তাদের নিরবচ্ছিন্ন পড়াশোনার ব্যবস্থা করেছেন। রাজ্যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অনেক বেড়েছে। উচ্চশিক্ষায় স্কলারশিপের ব্যবস্থা চালু করেছেন। তাঁর সেই দিশা থেকেই পথ দেখে আমি এই উদ্যোগ নিয়েছি। এদিনের সূচনা অনুষ্ঠানে ছিলেন ডিপিএসসির চেয়ারম্যান দেবব্রত সরকার, বারাসত জেলা হাসপাতালের সুপার ডাঃ সুব্রত মণ্ডল, শহর তৃণমূল সভাপতি দেবাশিস মিত্র, টিএমসিপি নেত্রী জয়া দত্ত, টিএমসিপি জেলা সভাপতি সোহম পাল ও পুরসভার কাউন্সিলররা।
আরও পড়ুন-১২ রাজ্যে কাল শুরু এসআইআর, বৈধ নাম বাদ গেলে কড়ায় গন্ডায় জবাব দেবে বাংলা

