প্রতিবেদন : এসআইআর প্রক্রিয়ায় বাংলার মানুষের বাড়ি বাড়ি যাবেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। তৈরি তৃণমূল কংগ্রেসও। বাংলার একজন ভোটারেরও নাম যাতে বাদ না যায় সেদিকে করা নজর রাখবে তৃণমূল কংগ্রেস। তার জন্য সবরকম প্রস্তুতি সারা। অনেক আগেই দলীয় নেতা-কর্মীদের সাংগঠনিক বৈঠকে সবিস্তার জানিয়ে দিয়েছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।
আরও পড়ুন-দিনের কবিতা
ভোটার তালিকা সংশোধন ও ত্রুটিহীন ভোটার তালিকা যাতে প্রকাশিত হয় তার জন্য বদ্ধপরিকর তৃণমূল নেতৃত্ব। যে কারণে বুথ লেভেল এজেন্ট ১ এবং বুথ লেভেল এজেন্ট ২ নিয়োগের সিদ্ধান্ত হয়েছে আগেই। একই সঙ্গে বাংলার প্রায় ৮১ হাজার বুথে তৃণমূলের কর্মীরা রয়েছেন। তাঁরাও নজর রাখবেন এসআইআর নিয়ে কমিশনের কাজকর্মের ওপর। একটিও বৈধ নাম যাতে বাদ না পড়ে তা খেয়াল রাখা হবে। সেইসঙ্গে বাংলার মানুষকেও সচেতন করার কাজ চালিয়ে যাবে তৃণমূল। এই পুরো প্রক্রিয়ার জন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। ফলে কমিশনকে সামনে রেখে বিজেপি যতই চক্রান্ত করুক না কেন, বাংলায় পাহারাদারের কাজ করবে তৃণমূল কংগ্রেস। এক ইঞ্চি জমিও ছাড়া হবে না বাংলাবিরোধী জমিদারদের।

