ছটের ভোরে মর্মান্তিক দুর্ঘটনা, নদীতে ডুবে মৃত ২

Must read

ছট পুজোর সকালে মর্মান্তিক দুর্ঘটনা। পশ্চিম বর্ধমানের (katwa accident) জামুড়িয়ায় ভাগীরথীতে স্নান করতে গিয়ে মৃত্যু হল দুই তরুণের। ঘটনাটি ঘটেছে কাটয়ায় দেবরাজ স্নানঘাটে। ডুবে যাওয়া তরুণদের খোঁজে নদীতে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দল। ঘটনাস্থলে রয়েছে পুলিশ।

নদীতে তলিয়ে যাওয়া দুই ভাইয়ের নাম শিভম সাউ (২০) ও সুজন সাউ (২৩)। তাঁদের বাড়ি কাটোয়া ন্যাশনাল পাড়ায়। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার ভোরবেলা বাবা ও কাকার সঙ্গে ছট পুজোর রীতি পালনের পর গঙ্গায় (katwa accident) স্নান করতে নামে দুই ভাই। হঠাৎ পা পিছলে নদীতে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা চিৎকার করে সাহায্য চাইলে স্থানীয় মানুষজন ও পুলিশ প্রশাসন তৎপর হয়ে ওঠে। সঙ্গে সঙ্গেই ডুবুরি দল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে।

আরও পড়ুন-প্রথমবার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো ভার্চুয়াল উদ্বোধনে স্বয়ং মুখ্যমন্ত্রী 

এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দেবরাজ ঘাট ও আশপাশের ঘাটে সকাল থেকে ছট পুজোয় উপচে পড়া ভিড় ছিল। স্থানীয়দের অভিযোগ , দেবরাজপুর ঘাট বরাবরই বিপজ্জনক।

Latest article