সারান্ডার জঙ্গলে IED বিস্ফোরণে মৃত নাবালিকা

কিন্তু তার মাঝেই নিজেদের অস্তিত্ব রক্ষায় পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালানোর জন্য বিভিন্ন জঙ্গলে পুঁতে রাখা হচ্ছে আইইডি

Must read

ছত্তিসগড়, ঝাড়খণ্ড-সহ অন্য রাজ্যে বেশ কিছু ক্ষেত্রে আত্মসমর্পণ করছে মাওবাদী সদস্যরা। কিন্তু তার মাঝেই নিজেদের অস্তিত্ব রক্ষায় পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালানোর জন্য বিভিন্ন জঙ্গলে পুঁতে রাখা হচ্ছে আইইডি (IED)। এবার একটি আইইডি বিস্ফোরণে মৃত্যু হল ১০ বছরের এক নাবালিকার। মঙ্গলবার ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জারাইকেলে থানার দিঘা গ্রামের কাছে এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সিরিয়া হেরেঞ্জ, বাড়ি দিঘা গ্রামে। দিঘা প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণির ওই ছাত্রীটি এদিন কয়েকজনের সঙ্গে সারান্ডার জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিল। হঠাৎ পুঁতে রাখা IED ওই বিস্ফোরণ হয়। পুলিশ সুপার অমিত রেনু এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, বিস্ফোরণের খবর পেয়ে নিরাপত্তারক্ষীরা মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসেন। তবে কিছুক্ষন মৃত্যু হয় সিরিয়ার।

আরও পড়ুন-মন-থা’র প্রভাব পড়বে বাংলায়! প্রস্তুতি রাজ্যের

বিস্ফোরণস্থল থেকে মাত্র তিন কিলোমিটার দূরে সিআরপিএফের ক্যাম্প। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এদিনের হামলার মূল লক্ষ্য ছিল সিআরপিএফ জওয়ানরা। নিরাপত্তারক্ষীদের হামলা করতেই আইইডি পুঁতে রেখেছিলেন মাওবাদীরা। এরপরেই এলাকা জুড়ে তল্লাশি শুরু করেছে পুলিশ এবং সিআরপিফের যৌথবাহিনী। আর কোন জায়গায় বিস্ফোরক পুঁতে রাখা আছে কী না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, এর আগেও ঝাড়খণ্ড এবং ছত্তিসগড়ের একাধিক এলাকায় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে মৃত্যু হয়েছে নিরাপত্তারক্ষীদের। শুধু তাই নয়, হতাহত হয়েছেন একাধিক সাধারণ নাগরিকও তবে এবারের ঘটনায় শোকগ্রস্ত গোটা এলাকা।

Latest article