মানুকা ওভালে আজ পরীক্ষা ভারতের

মানুকা ওভালের ২২ গজে কিন্তু গতি ও বাউন্স দুটোই রয়েছে। এছাড়া স্থানীয় আবহাওয়া অফিসের খবর, বুধবার ম্যাচ চলাকালীন বৃষ্টি হতে পারে।

Must read

ক্যানবেরা, ২৮ অক্টোবর : একদিনের সিরিজের পর এবার টি-২০ সিরিজ। আরও একবার অস্ট্রেলিয়ার মুখোমুখি টিম ইন্ডিয়া। বুধবার মানুকা ওভালে সিরিজের প্রথম ম্যাচ।
এশিয়া কাপের পর এই প্রথম টি-২০ ফরম্যাটে নামছেন ভারতীয়রা। একদিনের সিরিজ হারের পর, টি-২০ সিরিজ জিতে সূর্যকুমার যাদবেরা বদলা নিতে পারেন কি না, সেটাই দেখার। তবে ভারতীয় শিবিরকে অস্বস্তিতে রাখছে অধিনায়কের ফর্ম! এই বছরে ১১ ম্যাচে সূর্যর ব্যাট থেকে এসেছে মাত্র ১০০ রান। গড় ১১.১১! কোচ গৌতম গম্ভীর অবশ্য সাফ জানিয়েছেন, সূর্যর ফর্ম নিয়ে তিনি চিন্তিত নন। কারণ দলের দর্শন মেনে সূর্য শুরু থেকেই চালাচ্ছেন। রান না পেলেও, এই দর্শনে কোনও বদল আসবে না।

আরও পড়ুন-নিষেধাজ্ঞার ধাক্কায় এবার রুশ তেল বন্ধ করল ভারতের শোধনাগারগুলি

মানুকা ওভালের ২২ গজে কিন্তু গতি ও বাউন্স দুটোই রয়েছে। এছাড়া স্থানীয় আবহাওয়া অফিসের খবর, বুধবার ম্যাচ চলাকালীন বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভবনা খুব একটা নেই। তবে আকাশ মেঘলা থাকায় স্যাঁতসেঁতে পরিবেশে নতুন বল বাড়তি স্যুইং করতে পারে। যা জোরে বোলারদের জন্য কার্যকরী হতে পারে। পিচ কিউরেটর আবশ্য দাবি করেছেন, উইকেট টি-২০ ক্রিকেটের জন্য আদর্শ। আউটফিল্ড খুবই দ্রুত হওয়াতে স্কোরবোর্ডে ভালই রান উঠবে। তবে টস খুব একটা বড় ফ্যাক্টর হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ পরিসংখ্যান বলছে, এই মাঠে প্রথম ব্যাটিং করা দল জিতেছে ১০ বার। আর রান তাড়া করা দল জিতেছে ৯ বার।
তবে অস্ট্রেলীয় মিডিয়া আবার অভিষেক শর্মাকে নিয়ে রীতিমতো মাতামাতি করছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এসে অস্ট্রেলীয় অধিনায়ক মিচেল মার্শের মুখেও উঠে এল বাঁ হাতি ওপেনারের প্রসঙ্গ। মার্শ বলে গেলেন, অভিষেক দারুণ প্রতিভাবান। ও শুরু থেকেই ব্যাটে ঝড় তোলে। যা ভারতীয় ইনিংসের ছন্দ তৈরি করে দেয়। ও আমাদের বোলারদের বড় চ্যালেঞ্জ হতে চলেছে। ওকে কড়া পরীক্ষার মুখে ফেলতে আমাদের বোলাররাও তৈরি রয়েছে।
পাশাপাশি মার্শ আবার আগাম হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, এই সিরিজে আগ্রাসী ক্রিকেট খেলবে তাঁর দল। অস্ট্রেলীয় অধিনায়ক বলেছেন, শেষ দুটো বিশ্বকাপে আমরা প্রত্যাশাপূরণ করতে পারিনি। তাই এই সিরিজকে আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই দেখছে। আগ্রাসী ক্রিকেটই হবে আমাদের হাতিয়ার। হয়তো সব সময় সফল হব না। কিন্তু তাতেও আমাদের ক্রিকেটীয় দর্শন পাল্টাবে না। কারণ এভাবেই খেললে সাফল্য পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে।

আরও পড়ুন-বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার প্লেনের পাশেই বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড

মার্শ আরও বলেছেন, ভারত দারুণ শক্তিশালী দল। ওদেরকে সম্মান করি। একটা রোমাঞ্চকর সিরিজ হতে চলেছে। আমরা অবশ্য নিজেদের লক্ষ্যে স্থির রয়েছি। বিশ্বকাপের আগে আটটা ম্যাচ খেলার সুযোগ পাব। দল হিসাবে সঠিক পথেই এগোচ্ছি বলে মনে করি। এবার ভারতের বিরুদ্ধে সিরিজ জিতে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিতে চাই। লেগস্পিনার অ্যাডাম জাম্পা ব্যক্তিগত কারণে এই সিরিজ থেকে সরে গিয়েছেন। তারকা পেসার জস হ্যাজলউডকে সিরিজের শেষ তিনেট ম্যাচে পাওয়া যাবে না। মার্শ যদিও বলছেন, আমাদের হাতে বিকল্পের কোনও অভাব নেই।
সূর্যদের দু’দিনের প্র্যাকটিসে জোর দেওয়া হয়েছে ফিল্ডিংয়ে। বিশেষ করে ক্যাচের দিকে। এই বিষয়ে আরও উন্নতি চান গম্ভীর। দলে ঢোকার লড়াই রয়েছে দুই পেসার অলরাউন্ডার শিবম দুবে ও নীতীশ রেড্ডির মধ্যে। এঁদের মধ্যে শিবম এশিয়া কাপে মোটামুটি ভালই বল করেছিলেন। অন্যদিকে, নীতীশ চোটের জন্য একদিনের সিরিজের শেষ ম্যাচ খেলতে পারেননি। যদিও তিনি এখন ফিট। নেটে বোলিং ও ব্যাটিং দুটো করেছেন। তবে দু’জনের মধ্যে কে খেলবেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

Latest article