জ্ঞানেশের মেয়ে-জামাইয়ের পোস্টিং নিয়ে প্রশ্ন অভিষেকের

এই নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাসরি নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

Must read

প্রতিবেদন : রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। এই নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাসরি নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রশ্ন তুলেছেন তাঁর মেয়ে ও জামাইয়ের পোস্টিং নিয়েও। নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অভিষেক।

আরও পড়ুন-জগদ্ধাত্রী পুজোর ভার্চুয়াল উদ্বোধনে আজ মুখ্যমন্ত্রী

এদিন সরাসরি তোপ দেগে অভিষেক বলেন, জ্ঞানেশ কুমার একটি মিশন নিয়ে এগোচ্ছেন। আর তা হল দেশকে ধ্বংস করা। যেই বিষয়টি তিনি তাঁর রাজনৈতিক ‘প্রভু’-দের কাছে উপস্থাপন করতে পারবেন। পাশাপাশি জ্ঞানেশ কুমারের মেয়ে আইএএস মেধা রূপম এবং জামাই আইএএস মণীশ বনশলের পোস্টিং প্রসঙ্গেও প্রশ্ন তোলেন তৃণমূলের সেনাপতি। বলেন, এসআইআর হওয়ার চারদিন পরে ২৮ জুন মেধা রূপমকে নয়ডার জেলাশাসক (ডিএম) পোস্টে পাঠানো হয়। অন্যদিকে, ২৫ জুন এসআইআর নোটিফিকেশন জারির এক দিন পরে মণীশ বনশলকে সাহরংপুরের জেলাশাসক করা হয়। তা কি এই বিষয়টি একেবারেই কাকতালীয়?

Latest article