সংবাদদাতা, চন্দননগর: চন্দননগরে ভেঙে পড়ল সবথেকে বড় জগদ্ধাত্রী প্রতিমার মণ্ডপ। কলকাতা দেশপ্রিয় পার্কের আদলে সবথেকে বড় জগদ্ধাত্রী প্রতিমা করা হয়েছিল কানাইলালপল্লি এলাকায়। সেই মণ্ডপেরই একটা অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। ঘটনায় ৭ জন জখম বলে প্রাথমিকভাবে খবর। এই অবস্থায় ওই মণ্ডপ দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে। ঘটনার পরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকায় ছুটে যান বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন ও মেয়র রাম চক্রবর্তী।
আরও পড়ুন-জ্ঞানেশের মেয়ে-জামাইয়ের পোস্টিং নিয়ে প্রশ্ন অভিষেকের
দাঁড়িয়ে থেকে পরিস্থিতি সামাল দেন তিনি। তদারকি করেন পরিস্থিতি স্বাভাবিক করতে। মঙ্গলবার ছিল সপ্তমী। সকাল থেকেই দর্শনার্থীরা ভিড় করেছিলেন সব থেকে বড় জগদ্ধাত্রী প্রতিমা দেখার জন্য। কিন্তু বাদ সাধে আবহাওয়া। দুপুরের পর থেকে শুরু হয় ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টি। ঝড়বৃষ্টিতে কার্যত হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই ৭৫ ফুটের বিশাল বড় মূর্তি। শুধু তাই নয়, ভেঙে পড়ে মণ্ডপের একাংশ। খবর পেয়ে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। আহতদের উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে আসেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী। তিনি বলেন, দুপুরের দিকে ঝোড়ো হাওয়ায় কানাইলালপল্লির প্যান্ডেল ভেঙে যায়। কয়েকজন আহত হয়েছেন। পুলিশ, দমকল, সিভিল ডিফেন্স, কর্পোরেশনের তৎপরতায় তড়িঘড়ি পরিস্থিতি সামলানো গিয়েছে। ভিতরে কেউ ছিলেন না।

