সংবাদদাতা, আলিপুরদুয়ার : অসম তথা উত্তর-পূর্বের বন্যপ্রাণী চোরা শিকারি রিকোচ নার্জারিকে গন্ডারের (Rhino) শৃঙ্গ পাচার মামলায় সিজেএম জলপাইগুড়ি কর্তৃক দোষী সাব্যস্ত করা হয়েছে। রিকোচকে ৭ বছরের কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা ও জরিমানা অনাদয়ে আরও ৬ মাস অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়েছে, যা সংশোধিত ডব্লিউপিএ কেন্দ্রীয় আইনের অধীনে এখন পর্যন্ত সর্বোচ্চ শাস্তি। প্রসঙ্গত উল্লেখ্য, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রিকোচকে আলিপুরদুয়ার জেলা পুলিশের সাথে এক যৌথ অভিযানে ২০২৪ সালের মার্চ মাসে অসমের কামরূপ থেকে গ্রেফতার করা হয়েছিল। পরে ৫/০৪/২০২৫ তারিখে সিজেএম আলিপুরদুয়ার কর্তৃক হাতির দাঁত পাচার সম্পর্কিত আরেকটি বন্যপ্রাণী মামলায় তাকে আগেই দোষী সাব্যস্ত করা হয়েছিল। রিকোচ ২০১৪ সাল থেকে উত্তরবঙ্গে সংঘটিত বেশিরভাগ গন্ডার-শৃঙ্গ চোরাচালানের মূল মাথা ছিল। তার অপর গুরুত্বপূর্ণ সহযোগী লুকাস বসুমাতাকে ৩ মার্চ ২০২৫ সালে দোষী সাব্যস্ত করা হয়েছিল। লুকাসকে গত বছর ৩ জুন বন্যপ্রাণী পাচার মামলায় গ্রেফতার করা হয়।
আরও পড়ুন- অগ্নিকাণ্ডে ভস্মীভূত সর্বস্ব দুই পরিবারের পাশে মন্ত্রী

