প্রতিবেদন : স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা নভেম্বরের প্রথম সপ্তাহেই বুধবার সুপ্রিম কোর্টে আরও একবার জানিয়ে দিলেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী৷ বুধবার শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি আলোক আরাধের ডিভিশন বেঞ্চ একাংশ চাকরিপ্রার্থীর আবেদন খারিজ করে দেয়৷ নভেম্বরের প্রথম সপ্তাহে স্কুল সার্ভিস পরীক্ষার (SSC) নিয়োগের ফলাফল বেরবে। তাই ২৬ নভেম্বরের মধ্যে তাদের আবেদন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ এই মামলার পরবর্তী শুনানি হবে ফল প্রকাশের পরই।
আরও পড়ুন- বাবা-ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়: বিজেপি নেতারা প্রচারে এলে দাওয়াই অভিষেকের

