ডবল ইঞ্জিন ত্রিপুরায় আবার ধরা পড়ল ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারী

ধর্মনগর মহকুমার পশ্চিম চন্দ্রপুরা এলাকায় যে ৩ বাংলাদেশি ধরা পড়েছে, তারা অবৈধভাবে ত্রিপুরার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে মাস ছয়েক আগেই।

Must read

ধর্মনগর: অনুপ্রবেশ নিয়ে বাংলার বিরুদ্ধে একনাগাড়ে মিথ্যাচার করেই চলেছে যারা, সেই বিজেপিই নিজেদের শাসিত রাজ্য ত্রিপুরায় সামাল দিতে পারছে না বাংলাদেশি অনুপ্রবেশ। ধর্মনগরে আবার ধরা পড়ল ৩ বাংলাদেশি। ধৃত মহঃ নুর আলম, রায়হান মিয়া এবং মহিউদ্দিন— ৩ জনেরই বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ায়। দালালচক্রকে মাথাপিছু ১২ হাজার টাকা করে দিয়ে তারা বেআইনিভাবে ঢুকে পড়ে ভারতে। ডবল ইঞ্জিন রাজ্য ত্রিপুরা। রাজ্যের শাসন ক্ষমতায় বিজেপি, সীমান্তরক্ষার দায়িত্বেও কেন্দ্রের বিএসএফ। কিন্তু অনুপ্রবেশ রুখতে তাদের চূড়ান্ত ব্যর্থতা প্রমাণিত হচ্ছে বারবার। গুরুতর প্রশ্নের মুখে বিএসএফের ভূমিকা। শুধু অনুপ্রবেশ নয়, জাল আধারকার্ড তৈরির চক্রও রীতিমতো মাথাচাড়া দিয়ে উঠেছে সীমান্তের রাজ্য ত্রিপুরায়। রমরমিয়ে চলছে দালালরাজও। মোটা টাকার বিনিময়ে অবৈধভাবে চলছে সীমান্ত পারাপার। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, নিজেদের ঘর সামলাতে পারে না যে বিজেপি, তারা কোন মুখে রাজনৈতিক ফায়দা লুঠতে দোষ চাপায় বাংলার উপরে? কোন লজ্জায় মিথ্যাচারের বন্যা বইয়ে বিভ্রান্তি ছড়াতে চায় জনমনে? লক্ষণীয়, দিন কয়েক আগেই আমবাসা রেলস্টেশনের কাছে ধরা পড়ে ৬ বাংলাদেশি অনুপ্রবেশকারী।

আরও পড়ুন-প্রতিকূলতাই শক্তি, আত্মবিশ্বাসী অস্কার

ধর্মনগর মহকুমার পশ্চিম চন্দ্রপুরা এলাকায় যে ৩ বাংলাদেশি ধরা পড়েছে, তারা অবৈধভাবে ত্রিপুরার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে মাস ছয়েক আগেই। জানা গিয়েছে, অবৈধভাবে ভারতে ঢুকে পড়ে ওই ৩ জন দালালদের সাহায্যে প্রথমে যায় বেঙ্গালুরুতে। মাথাপিছু ৫ হাজার টাকা করে মোট ১৫,০০০ টাকা দিয়ে তৈরি করায় জাল আধারকার্ড। তারপরে মাস তিনেক অন্য রাজ্যে ঘুরে ফিরে যায় ত্রিপুরায়। পশ্চিম চন্দ্রপুর এলাকায় এক দালাল ইসলামের বাড়িতে আশ্রয় নেয় তারা। শেষপর্যন্ত ধরা পড়ে যায় সাদা পোশাকের পুলিশের হাতে। জেরার মুখে তারা স্বীকার করে ইসলাম নামে ওই দালালকে সীমান্ত পার করে ভারতে প্রবেশ করানোর জন্য তারা মাথাপিছু ১২,০০০ টাকা করে দিয়েছে। কিন্তু এখনও ধরা পড়েনি সেই দালাল। এর থেকেই স্পষ্ট, বিজেপি সরকারের নাকের ডগাতেই কীভাবে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে দালালচক্র। কীভাবে মোটা টাকার বিনিময়ে তারা উৎসাহিত করছে বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ।

Latest article