শক্তি হারিয়ে নিম্নচাপ, মন্থার তাণ্ডবে হত ৩

ওড়িশায় বিপর্যস্ত ১৫টি জেলা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত গঞ্জাম। বিভিন্ন জেলায় ভূমিধসের খবর পাওয়া গেছে। হতাহতের কোনও খবর নেই এখনও পর্যন্ত।

Must read

বিশাখাপত্তনম: ঘূর্ণিঝড় মন্থার দাপটে অন্ধ্রে প্রাণ হারালেন ৩ জন। এখনও পর্যন্ত নিখোঁজ হয়েছেন দু’জন। ঘরছাড়া বহু মানুষ। মঙ্গলবার রাতেই উপকূল এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল প্রায় ৭৫,০০০ মানুষকে। তবে মৃত্যু এবং নিখোঁজের সংখ্যা ঠিক কত তা নিশ্চিতভাবে জানাতে পারেনি প্রশাসন। মন্থার তাণ্ডবে অন্ধ্রের মোট দেড় লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন-পাঁচ মাসে এয়ার ইন্ডিয়ার ক্ষতি ৪০০০ কোটি টাকা

ওড়িশায় বিপর্যস্ত ১৫টি জেলা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত গঞ্জাম। বিভিন্ন জেলায় ভূমিধসের খবর পাওয়া গেছে। হতাহতের কোনও খবর নেই এখনও পর্যন্ত। মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ অন্ধ্রের উপকূলে আছড়ে পড়ে মন্থা। তবে বুধবার ভোরে শক্তি হারিয়ে এগিয়ে যায় উত্তর-পশ্চিমে। পরিণত হয় নিম্নচাপে। ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হওয়ার পরে প্রায় ৬ ঘণ্টা ঘূর্ণিঝড়ের প্রভাব ছিল অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলে। এর প্রভাবে সব থেকে বেশি ক্ষয় ক্ষতি হয়েছে মছলিপত্তনম ও কলিঙ্গপত্তম এলাকায়। অন্ধ্রের প্রায় ৬৫টি গ্রাম ক্ষতিগ্রস্ত সমুদ্রের জল ঢুকে।

Latest article