নয়াদিল্লি: জিএসটির (GST) হার নিয়ে সংসদীয় কমিটিতে মোদি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করল তৃণমূল। সোমবার সংসদের অর্থনৈতিক বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে তৃণমূল-সহ বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, জিএসটির হার পুনর্গঠন করা হলেও কোনও সুবিধাই পাচ্ছেন না ব্যবসায়ীরা।
আরও পড়ুন-শক্তি হারিয়ে নিম্নচাপ, মন্থার তাণ্ডবে হত ৩
তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় এদিনের বৈঠকে ছিলেন কেন্দ্রের বিরুদ্ধে রীতিমতো আক্রমণাত্মক। তিনি সরাসরি অভিযোগ করেন জিএসিটি নিয়ে এখনও রয়েছে অনেক জটিলতা এবং অস্পষ্টতা। এইসব সমস্যার অবিলম্বে সমাধানের দাবি তোলেন তিনি। যে যে ক্ষেত্রে জটিলতা এবং অস্পষ্টতা রয়েছে তা স্পষ্টভাবে তুলে ধরে সেই সংক্রান্ত বেশ কিছু নথিও পেশ করেন তিনি। সবমিলিয়ে সরকারপক্ষকে রীতিমতো অস্বস্তিতে ফেলে দেন তিনি। তাঁকে সমর্থন করেন অন্য বিরোধী সাংসদরাও। বিরোধীদের সম্মিলিত প্রশ্নের মুখে পড়ে কোনও সদুত্তরই দিতে পারেনি সরকারপক্ষ।

