মুম্বইয়ের স্টুডিওতে ১৭ শিশুর অপহরণকারী নিহত

বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের (Mumbai) একটি স্টুডিয়োয় এক যুবকের ১৭ জন শিশুকে পণবন্দি করার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায়।

Must read

বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের (Mumbai) একটি স্টুডিয়োয় এক যুবকের ১৭ জন শিশুকে পণবন্দি করার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বহুক্ষণের চেষ্টায় সব শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককেও তবে আহত অবস্থায় হাসপাতালের ভর্তি করা হলে সেখানেই তিনি মারা যান। ডেপুটি পুলিশ কমিশনার দত্ত নালাওয়াড়ে এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, ধৃতের কাছ থেকে একটি এয়ার গান, কিছু রাসায়নিক উদ্ধার করা হয়েছে। ওই স্টুডিয়োয় অভিনয়ের প্রশিক্ষণ দেওয়া হয়। এদিন সেই প্রশিক্ষণ চলাকালীন ওই ব্যক্তি ঢুকে পড়েন। ১৭টি শিশুকে পণবন্দি করেন। প্রাথমিক তদন্তের ভিত্তিতেই পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রোহিত আর্য এবং তিনি ওই স্টুডিয়োতেই কাজ করতেন। একটি নিজস্ব ইউটিউব চ্যানেলও আছে তাঁর।

আরও পড়ুন-”শুধু ট্র্যাজেডি নয়, মানবতার প্রতি এক বিশ্বাসঘাতকতা”, SIR আতঙ্কে মৃত্যু নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

রোহিত নামের এই ব্যক্তি গত চার-পাঁচ দিন ধরে স্টুডিয়োয় অডিশনের কাজ করছিলেন। বৃহস্পতিবার সকালে আনুমানিক ১০০ শিশু অভিনয়ের ক্লাস করতে আসে। বেশির ভাগ শিশুকে চলে যেতে বললেও ১৭ শিশুকে স্টুডিয়োয় ঢুকিয়ে দিয়ে আটকে রাখেন। স্বাভাবিকভাবেই ভয়ে সেই সব শিশুরা কান্নাকাটি শুরু করে দেয়। অভিভাবকেরা জানতে পারেন ১৭ শিশুকে পণবন্দি করেন রোহিত। তারপরই একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে তিনি বলেন কয়েকজনের সঙ্গে বিশেষ কিছু কথা বলার জন্য শিশুদের পণবন্দি বানানোর পরিকল্পনা করেছেন তিনি। ভিডিওতে শোনা যায় তিনি বলেন, ‘‘আমি রোহিত আর্য। আত্মহত্যা করতে চাই না আমি। আমার একটি পরিকল্পনা রয়েছে। তাই শিশুদের বন্দি করেছি।আমার বেশি কিছু দাবি নেই। সাধারণ কয়েকটি দাবি এবং কিছু প্রশ্ন করতে চাই। কেউ যদি কোনও চালাকি করার চেষ্টা করেন, তাহলে গোটা স্টুডিয়োয় আগুন ধরিয়ে দেব।”

তবে ঠিক কী পরিকল্পনা তিনি করেছিলেন বা কাদের সঙ্গে কথা বলতে চাইছেন, সেই বিষয়ে কিছুই স্পষ্ট করেননি রোহিত। এদিকে খবর পেয়েই উদ্ধারকাজে নামে পুলিশ। কয়েকটি দলে ভাগ হয়ে বাথরুমের রাস্তা দিয়ে স্টুডিয়োয় ঢোকার চেষ্টা করে। শিশুদের ক্ষতি এড়াতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছিল। অবশেষে অভিযুক্তকে ধরে ফেলে তারা। শিশুদের নিরাপদে বের করা হয়। উদ্ধারপ্রক্রিয়া চলাকালীন রোহিত আর্য গুলিবিদ্ধ হন এবং আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর অবশেষে তিনি মারা যান। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার মুম্বইয়ের পোয়াই এলাকায় স্টুডিওতে উদ্ধার অভিযান চালানোর সময় পুলিশের গুলিতেই তাঁর মৃত্যু হয়।

Latest article