৩৩ শতাংশ পারিশ্রমিক বাড়ল কলাকুশলীদের

উৎসবের মরশুমে খুশির হাওয়া টলিপাড়ায়। বাড়ল বাংলা বিনোদন জগতের টেকনিশিয়ানদের পারিশ্রমিক! একইসঙ্গে কমানো হয়েছে কাজের সময়সীমাও

Must read

প্রতিবেদন : উৎসবের মরশুমে খুশির হাওয়া টলিপাড়ায়। বাড়ল বাংলা বিনোদন জগতের টেকনিশিয়ানদের পারিশ্রমিক! একইসঙ্গে কমানো হয়েছে কাজের সময়সীমাও। দীর্ঘ আলোচনার পর ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন (ইম্পা) ও ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস যৌথভাবে ঘোষণা করল, এবার থেকে টলিপাড়ার টেকনিশিয়ানদের পারিশ্রমিক ৩৩ শতাংশ বৃদ্ধি করা হল।

আরও পড়ুন-উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ কাল

কাজের সময়সীমাও কুড়ি ঘণ্টা থেকে কমিয়ে ১৮ ঘণ্টা করা হয়েছে। টেকনিশিয়ানদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে তাঁদের পারিশ্রমিক ৩৩ শতাংশ বাড়ানোর কথা বলা হয়েছে। পাশাপাশি ছোট প্রযোজনা সংস্থা ও স্বাধীন পরিচালকেরা যাতে বেশি করে কাজ করতে পারেন, সেক্ষেত্রে তাদের নূন্যতম বাজেট ৩০ লক্ষ থেকে কমিয়ে ২৫ লক্ষ করা হয়েছে।

Latest article