ওয়াশিংটন : বড় বদল আসছে আমেরিকায় প্রবাসীদের ওয়ার্ক- পারমিটে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে ফের চিন্তার মুখে সেদেশে কর্মরত ভারতীয়রা। হোয়াইট হাউসের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে এবার থেকে মার্কিনমুলুকে ওয়ার্ক পারমিট সংক্রান্ত তথ্যের স্বয়ংক্রিয় পুনর্নবীকরণ হবে না। সূত্রের খবর, এবার থেকে ‘ওয়ার্ক পারমিট’-এর মেয়াদ শেষ হওয়ার অন্তত ১৮০ দিন আগে পুনর্নবীকরণে জন্য আবেদন করতে হবে। ট্রাম্প সরকারের স্বরাষ্ট্র দফতরের এই ঘোষণায় চিন্তা বাড়ছে আমেরিকায় কর্মরত ভারতীয়দের।
আরও পড়ুন-বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর: পাহাড়ে লাল সতর্কতা, তুষারে ঢাকল উত্তর সিকিম
উগ্র জাতীয়তাবাদের নামে আমেরিকায় কর্মরত অভিবাসীদের উপর নজরদারি চালাতেই ট্রাম্প সরকারের এই সিদ্ধান্ত, মনে করছে কূটনৈতিক মহল। আমেরিকার স্বরাষ্ট্র দফতরের বিবৃতি অনুযায়ী, ৩০ অক্টোবরের পর যে অভিবাসীরা তাঁদের এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট পুনর্নবীকরণের জন্য আবেদন করবেন, তাঁদের নথির স্বয়ংক্রিয়ভাবে মেয়াদ বৃদ্ধি হবে না। পাশাপাশি হোয়াইট হাউসের সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, অভিবাসীদের নথি পরীক্ষার নিয়মও কার্যকর করা হচ্ছে। এমনকী আমেরিকায় কর্মরত অভিবাসীদের সমাজমাধ্যম অ্যাকাউন্টও এবার পরীক্ষা করে দেখা হবে। সবমিলিয়ে সেদেশে কর্মরত অভিবাসীদের ক্ষেত্রে সমস্যা বাড়তে চলেছে। পাশাপাশি বাড়ছে সরকারি নজরদারি।

