প্রতিবেদন: প্রকাশিত হল ২০২৬ সালের সিবিএসই (CBSE) বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিনক্ষণ। আগামী বছর ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু সিবিএসইর দশম-দ্বাদশের বোর্ড পরীক্ষা। দশম শ্রেণির পরীক্ষা চলবে ১০ মার্চ পর্যন্ত। দ্বাদশের পরীক্ষা শেষ হবে ৯ এপ্রিল। আগামী বছর থেকেই দশম শ্রেণীতে দু’বার বোর্ড পরীক্ষা হবে।
আরও পড়ুন-দিনের কবিতা
প্রথম পর্বের পরীক্ষা ১০ মার্চ শেষ হওয়ার পর দ্বিতীয় পর্বের পরীক্ষা শুরু হবে ১৫ মে। পরীক্ষা শুরুর ১১০ দিন আগেই দিনক্ষণ ঘোষণা করল বোর্ড। লিখিত পরীক্ষা সাড়ে দশটা থেকে চলবে দেড়টা পর্যন্ত। কিছু বিষয়ের পরীক্ষা সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে।

