সংবাদদাতা, পুরুলিয়া : বিভাজন নয়, পক্ষপাত নয়। বাংলার প্রতিটি এলাকার শিল্পসাহিত্যের বিকাশ চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে জেলায় জেলায় হাজির হন সার্বিক উন্নয়ন দেখতে। জঙ্গলমহলের শিল্পসাহিত্যের উন্নয়ন ও বিকাশ চান তিনি। সেই লক্ষ্যেই শুরু হয়েছে জঙ্গলমহল সাহিত্য উৎসব। শুক্রবার পুরুলিয়ার নিস্তারিণী মহিলা মহাবিদ্যালয়ে এ বছরের জঙ্গলমহল সাহিত্য উৎসবের সূচনা করে একথা বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনদিন চলবে উৎসব। ডাক পেয়েছেন জেলার তাবৎ সাহিত্যকর্মী।
আরও পড়ুন-মন্থার প্রভাবে বর্ধমানে সুগন্ধী ধানের ক্ষতির আশঙ্কা
ব্রাত্য বলেন, আগামী দিনে এই উৎসব ইতিহাস হয়ে থাকবে। শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে বারবার তুলে ধরেন জঙ্গলমহলের অতীত গৌরবকে। ব্রিটিশ যুগে এই জঙ্গলমহলে কাশীপুর রাজবাড়িতে আইন উপদেষ্টা পদে চাকরি করতে যান মাইকেল মধুসূদন দত্ত। সে কথার উল্লেখ করে তিনি বলেন, মানভূমের ঝুমুর, টুসু, ভাদু গান মোহিত করে গোটা বাংলাকে। এই এলাকার সাহিত্য তার নিজস্বতায় উজ্জ্বল। সাহিত্যের বিকাশে এখানে প্রচুর সম্ভাবনা রয়েছে। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক আবুল বাশার, ত্রিদিব চট্টোপাধ্যায়, জেলা সভাধিপতি নিবেদিতা মাহাত, বিধায়ক সুশান্ত মাহাত-সহ বহু বিশিষ্টজন।

