টানা বৃষ্টিতে আটকে পড়েছেন এভারেস্টের কয়েকশো পর্যটক

Must read

কাঠমান্ডু: ৩ দিনের টানা বৃষ্টিতে ঘোর বিপাকে নেপালের এভারেস্ট (Nepal’s Everest) অঞ্চলের পর্যটকরা। প্রতিকূল আবহাওয়ায় আটকে পড়েছেন কয়েকশো পর্যটক। বহু উড়ান বাতিল হওয়ায় কার্যত বন্দি অনেক পর্যটক। লুকনার তেনজিং হিলারি বিমানবন্দরে একটানা ৩ দিন ধরে স্থগিত রয়েছে উড়ান পরিষেবা। বিমানবন্দরে আটকে পড়েছেন অন্তত ১৫০০ পর্যটক। কারণ একটাই, মেঘলা আকাশ, প্রবল বৃষ্টি, তুষারপাত এবং তার সঙ্গে পাল্লা দিয়ে কুয়াশার দাপটে বিমানবন্দর এবং লাগোয়া এলাকার দৃশ্যমানতা কার্যত শূন্য। অথচ এই লুকলা শুধুমাত্র মাউন্ট এভারেস্ট (Nepal’s Everest) নয়, একাধিক শৃঙ্গ এবং বেশিরভাগ পার্বত্য পর্যটনকেন্দ্রের প্রবেশদ্বার।

আরও পড়ুন-ভুয়ো! মোদিরাজ্যের বেহাল স্বাস্থ্যব্যবস্থার ছবি বাংলার বলে দাবি করে বিপাকে বঙ্গ বিজেপি

Latest article