আইএনটিটিউসির কর্মিসভায় এসআইআর নিয়ে কেন্দ্রকে তুলোধনা রাজ্য সভাপতি ঋতব্রতর

Must read

সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে সাংগঠনিক রদবদল হয়ে গিয়েছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো মিটতে শারদীয়ার পর একে অপরকে মিষ্টিমুখ করাতে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে হল বিজয়া সম্মিলনী। রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির উদ্যোগে ক্ষীরপাই টাউন হলে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী ও এসআইআর নিয়ে বিশেষ কর্মিসভা। ঘাটাল সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি সনাতন বেরার উদ্যোগে এদিনের অনুষ্ঠানে ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (ritabrata banerjee)। মঞ্চে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোতে জনগণনা করতে পারছে না। অথচ ভোটের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসআইআর করার জন্য লেগে পড়েছে। রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গে বিজেপি কিছুতেই ক্ষমতা দখল করতে পারছে না। তাই পিছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করছে। অন্যান্য রাজ্যে আন্তর্জাতিক বর্ডার থাকলেও সেই সব রাজ্যে না নজর দিয়ে শুধু পশ্চিমবঙ্গে হঠাৎ করে ভোটের আগে কেন এসআইআরের প্রয়োজন হল বুঝতে হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি, জেলার যুব তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তী, রাজ্য নেতৃত্ব আশিস হুদাইত এবং ঘাটাল সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির নেতা-কর্মীরা।

আরও পড়ুন-অভিষেকের নির্দেশে পিংলায় এসআইআর সহায়তা কেন্দ্র চালু

Latest article