তালিকায় নাম নেই! এসআইআর আতঙ্কে’ ডানকুনিতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধার

এসআইআর (SIR) আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। আগরপাড়া, ইলামবাজার, বারাকপুর, পূর্ব বর্ধমানের পর এবার হুগলির ডানকুনিতে আত্মঘাতী হলেন এক মহিলা।

Must read

এসআইআর (SIR) আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। আগরপাড়া, ইলামবাজার, বারাকপুর, পূর্ব বর্ধমানের পর এবার হুগলির ডানকুনিতে আত্মঘাতী হলেন এক মহিলা। মৃতার নাম হাসিনা বেগম, বয়স ৬০। জানা গিয়েছে, তিনি ডানকুনির ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রতিবেশী সূত্রে খবর, গত কয়েক দিন ধরে এসআইআর নিয়ে এলাকায় গুজব চলছে আর তার ফলেই মারাত্মক মানসিক চাপে ভুগছিলেন তিনি। সোমবার সকালে পরিবারের লোক তাঁকে অচৈতন্য অবস্থায় দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর ছড়াতেই স্বাভাবিকভাবেই এলাকায় উত্তেজনা ছড়ায়।

আরও পড়ুন-পার্কিং নিয়ে বিবাদের জেরে ছুরি দিয়ে আঘাত খাস কলকাতায়

খবর পাওয়া মাত্রই অভিষেক বন্দ্যোপাধ্যায় স্থানীয় নেতৃত্বকে পরিবারের সদস্যদের পাশে থাকতে এবং প্রয়োজনীয় সবরকম সহায়তা করার নির্দেশ দিয়েছেন। তিনি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মৃতের পরিবারের সাথে দেখা করার জন্যও জানিয়েছেন। আজ, সন্ধ্যা ৬টা নাগাদ পরিবারের সাথে দেখা করবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েন, হরিদেবপুর গুলিকাণ্ডে পুলিশের জালে অভিযুক্ত

বৃদ্ধার মৃত্যুর পর পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। SIR চালু হওয়ার পর থেকেই গোটা ঘটনায় রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে। যদিও প্রশাসনের তরফে বার বার কোনরকম গুজবে কান না দেওয়ার আবেদন জানানো হয়েছে। আগামিকাল, অর্থাৎ ৪ নভেম্বর, মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম পূরণের কাজ শুরু হচ্ছে। তার আগে SIR আতঙ্কের জেরে এখনও অবধি পাঁচটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এল। প্রসঙ্গত, মৃতার বাড়িতে যান ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা শবনম। তিনি জানান, ‘‘এসআইআর নিয়ে রীতিমত আতঙ্কিত মানুষ। বিশেষ করে যাঁদের ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই। হাসিনা বেগমেরও নাম ছিল না বলে তিনি রীতিমত আতঙ্কে ছিলেন। এলাকায় আরও একজন এই চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন।’’

Latest article