মঙ্গলবার এসআইআর বিরোধী মিছিলে আসুন। ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার কালীঘাটে নিজের অফিসের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির দোসর নির্বাচন কমিশনের তুঘলকি কার্যকলাপের তীব্র সমালোচনা করেন তিনি। সেইসঙ্গে স্পষ্ট করে দেন এসআইআর বিরোধী আন্দোলন চলবে। আরও বড় আকার নেবে এই আন্দোলন। উল্লেখ্য, আগামীকাল বাংলায় এসআইআর শুরুর দিনেই এসআইআর বিরোধিতায় মিছিল করবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বি আর আম্বেদকর মূর্তির সামনে জমায়েত হয়ে মিছিল যাবে জোড়াসাঁকো পর্যন্ত।
কলকাতা ও আশপাশের জেলা থেকে নেতা-কর্মীরা আসবেন মিছিলে। দূরের জেলাগুলিকে আসতে মানা করা হয়েছে বলে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর গানের মাধ্যমে মিছিলের আগে বক্তব্যের প্রতিফলন
এদিনও তথ্য পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, এসআইআর ঘোষণার পর রাজ্যে ইতিমধ্যেই ৬ জনের মৃত্যু হয়েছে। এসআইআর শুরু হলে এরপর বাংলা জুড়ে মৃত্যুমিছিল দেখা যাবে। তৃণমূলে প্রত্যাবর্তনের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তারপরই সদ্য দলে যোগ দেওয়া দুই নেতা-নেত্রীকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন অভিষেক। এর সঙ্গে এসআইআর-এর প্রতিবাদের দিল্লিতে কমিশন ঘেরাওয়ের কথাও ফের এদিন বলেন তিনি।
এসআইআর-এর বিরোধিতা করে অভিষেকের সাবধানবাণী, সিএএ ক্যাম্পের ফাঁদে পা দেবেন না। তা না হলে অসমের মানুষের মতো অবস্থা হবে। যাঁরা অসমে ক্যাম্পে নাম লিখিয়েছিল তাঁদের সবার নাগরিকত্ব গিয়েছে। পাশাপাশি তাঁর পরামর্শ, যেসব বিএলও-রা বাড়ি বাড়ি যাবেন তাঁদের ওপর ভরসা রাখুন। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অভিষেক বলেন, নির্বাচন কমিশন রাজ্য সরকারের সঙ্গে কোনওরকম আলোচনা না করে এসআইআর ঘোষণা করে দিল। আমিও দেখতে চাই দু’বছরের জিনিস কীভাবে দু’মাসে কোন জাদুকাঠি ব্যবহার করে করবে তা আমি দেখতে চাই। পাশাপাশি বাংলা ছাড়া বাকি আট প্রদেশে কেন এসআইআর হচ্ছে না? সে-প্রশ্নও তোলেন তিনি।
বিএলও-দের গদ্দার অধিকারীর হুমকির প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে অভিষেক বলেন, বিষয়টি আমরা কমিশনকে জানিয়েছি। কিন্তু কমিশন যে সহযোগিতা করবে না তাও আমরা আগেই আন্দাজ করেছিলাম। কারণ জাতীয় নির্বাচন কমিশন বিজেপির সহচরী সংস্থা। এরপর এসআইআর থেকে একটাও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাওয়ের ফের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

