ব্যুরো রিপোর্ট: রাজ্য জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। আজ, মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি যাবেন বুথ স্তরের অফিসারেরা (বিএলও)। সংশ্লিষ্ট বিএলও-ই (BLO_SIR) ভোটারদের যাবতীয় তথ্য সংগ্রহ করে কমিশনে পাঠাবেন। সোমবার বিএলওদের হল প্রশিক্ষণ। ময়নাগুড়ি ব্লকের প্রতিটি বুথের বিএলওদের নিয়ে বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করা হল সোমবার। এদিন ময়নাগুড়ি ব্লকের ২৭৬ জন বিএলও-কে নিয়ে এই ট্রেনিং প্রোগ্রাম করানো হয়। ছিলেন ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। নিজে উপস্থিত থেকে এই ট্রেনিং প্রোগ্রাম করানো হয়। এসআইআর যাতে ময়নাগুড়িতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকেই নজর রাখছেন ব্লক প্রশাসন। একইভাবে বাকি জেলাগুলিও চলে প্রশিক্ষণ। এদিন রায়গঞ্জ ব্লক অফিসে বিএলও-দের (BLO_SIR) নিয়ে অনুষ্ঠিত হল প্রশিক্ষণ কর্মশালা। কীভাবে ফর্ম বাড়ি বাড়ি পৌঁছানো হবে, কী কী কার্যক্রম রয়েছে, সেই বিষয়গুলি এদিন বিএলও-দের সামনে তুলে ধরেন প্রশাসনিক কর্তারা।
আরও পড়ুন-পাড়ায় পাড়ায় উৎসব, কেক কেটে উদযাপন, সোনার মেয়ে রিচার অপেক্ষায় শিলিগুড়ি

