প্রতি জেলায় সোশ্যাল মিডিয়া ইউনিট রাজ্যে

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। সেই উন্নয়নকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবার সামাজিক মাধ্যমকে আরও জোরকদমে ব্যবহারের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রতিটি জেলায় খোলা হবে পৃথক সোশ্যাল মিডিয়া ইউনিট (Social media unit)।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, তথ্য ও সংস্কৃতি দফতরের অধীনে এই ইউনিটগুলি (Social media unit) চালু করা হবে। মূলত প্রতিটি জেলার তথ্য ও সংস্কৃতি দফতরের সদর কার্যালয় থেকেই এই ইউনিটের কার্যক্রম পরিচালিত হবে। সূত্রের আরও খবর, জেলায় জেলায় সোশ্যাল মিডিয়া ইউনিট তৈরির জন্য ১০৮টি নতুন শূন্যপদ সৃষ্টি করা হচ্ছে। এর মাধ্যমে সরকারি তথ্য প্রচার, সচেতনতা অভিযান এবং ভুয়ো খবর প্রতিরোধে আরও দ্রুত ও কার্যকরী ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-মধ্যমগ্রামে ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা-মেয়ের

Latest article