প্রতিবেদন : কলকাতা পুলিশের (Kolkata Police) পদ কাঠামোয় আনা হচ্ছে বড়সড় পরিবর্তন। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই মর্মে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীতে সুবেদার পদকে ‘সশস্ত্র সাব-ইন্সপেক্টর’ পদে উন্নীত করার। সেইমতো মোট ১৫০টি সুবেদার পদকে কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর সশস্ত্র সাব-ইন্সপেক্টর পদে রূপান্তর করা হবে। রাজ্য সরকারের এই পদক্ষেপ প্রশাসনিক কাঠামোকে আরও জোরদার করবে। এছাড়াও এদিন পুলিশের (Kolkata Police) নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আনার ব্যাপারে আলোচনা হয়। নির্দিষ্ট কিছু পদে সরাসরি নিয়োগ চালু করার বিষয়টি আলোচনার পর্যায়ে। বিশেষজ্ঞদের মতামত নিয়ে এ-ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। যোগ্যতাভিত্তিক স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ায় জোর দেওয়া হচ্ছে।
আরও পড়ুন-মধ্যমগ্রামে ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা-মেয়ের

