চিন ও পাকিস্তান গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, চাপ ভারতের

Must read

ওয়াশিংটন: আবার বোমা ফাটালেন ট্রাম্প। আর এবার পরমাণু পরীক্ষা সংক্রান্ত গোপন তথ্য ফাঁস করে। সিবিএস-এর অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, পাকিস্তান ও চিন (Pakistan_China) গোপনে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। তিনি আরও বলেছেন, রাশিয়া এবং উত্তর কোরিয়াও একই কাজ করছে।
সম্প্রতি ৩৩ বছরের স্থগিতাদেশের পর মার্কিন বাহিনীকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই কাজের ন্যায্যতা প্রমাণ করতে গিয়েই ট্রাম্প এই মন্তব্য করেন। ট্রাম্পের এই বক্তব্য নিশ্চিতভাবেই ভারতের জন্য উদ্বেগজনক। কারণ ভারতকে দুই প্রান্তের সীমান্তে পাকিস্তান ও চিনের মুখোমুখি হতে হচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, পারমাণবিক অস্ত্রধারী দেশগুলি পরীক্ষা চালাচ্ছে গোপনে, তারা প্রকাশ্যে তা স্বীকার করে না। চিন ও পাকিস্তান ইতিমধ্যেই গোপনে পারমাণবিক বিস্ফোরণ ঘটাচ্ছে। ট্রাম্প আরও বলেন, রাশিয়া পরীক্ষা চালাচ্ছে এবং চিনও পরীক্ষা চালাচ্ছে, কিন্তু তারা এই নিয়ে কথা বলে না। কিন্তু আমরা একটি উন্মুক্ত সমাজ। আমরা ভিন্ন। আমরা এই নিয়ে কথা বলি। এই অভিযোগ পাকিস্তানের ক্ষেত্রেও প্রযোজ্য। ট্রাম্প দাবি করেন, নিশ্চিতভাবে উত্তর কোরিয়া পরমাণু পরীক্ষা চালাচ্ছে এবং পাকিস্তানও একই কাজ করছে।
এই সাক্ষাৎকারে ট্রাম্প অতীতের দাবির পুনরাবৃত্তি করে বলেন, মে মাসে ভারত ও পাকিস্তান (Pakistan_China) একটি পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে ছিল, যা তিনি বাণিজ্য এবং শুল্কের মাধ্যমে থামিয়ে দেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যদি আমি হস্তক্ষেপ না করতাম তবে লক্ষ লক্ষ মানুষ মারা যেত। কারণ ভারত পাকিস্তানের সঙ্গে একটি পারমাণবিক যুদ্ধ শুরু করতে যাচ্ছিল। এটি একটি খারাপ যুদ্ধ ছিল। সব জায়গায় বিমান গুলি করে নামানো হচ্ছিল। আমি দুই দেশকেই বলেছিলাম, তোমরা যদি না থামো তবে আমেরিকার সাথে কোনও ব্যবসা করতে পারবে না।
ট্রাম্পের দাবি, পারমাণবিক অস্ত্রধারী দেশগুলি প্রকাশ্যে স্বীকার করে না, তারা মাটির অনেক গভীরে পরীক্ষা করে, যেখানে লোকেরা ঠিক বুঝতে পারে না যে কী পরীক্ষা হচ্ছে। সামান্য কম্পন অনুভব করা যায়। যদিও গ্লোবাল মনিটরিং স্টেশনগুলি ভূগর্ভস্থ পারমাণবিক বিস্ফোরণের কারণে সৃষ্ট ভূমিকম্পের মতো তরঙ্গ শনাক্ত করে, কিন্তু ট্রাম্প দাবি করেন যে এই ধরনের পরীক্ষাগুলি গোপনে করা যায়, যা শনাক্ত করা কার্যত অসম্ভব। তবে ট্রাম্পের দাবি অনুযায়ী যদি চিন এবং পাকিস্তান সত্যিই পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করে থাকে, তবে তা ভারতের জন্য পরিস্থিতি আরও অস্থির করে তুলবে। কারণ ভারত কেবল ‍‘নো-ফার্স্ট-ইউজ’ নীতিই অনুসরণ করে না, ১৯৯৮ সালের পর থেকে কোনও পারমাণবিক পরীক্ষাও করেনি।

আরও পড়ুন-নন্দীগ্রামে সেবাশ্রয়কে নকল গদ্দারের, ধুয়ে দিল তৃণমূল

Latest article