বিকানের: ভয়ঙ্কর ঘটনা চলন্ত ট্রেনে। পিটিয়ে কুপিয়ে খুন করা হল এক জওয়ানকে (soldier)। অভিযুক্ত রেলেরই এক কোচ অ্যাটেনডেন্ট। রবিবার রাতে এই ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত রাজস্থানের বিকানের স্টেশনের কাছে, জম্মু-তাওয়াই এক্সপ্রেসে। জানা গিয়েছে, ট্রেনটি যাচ্ছিল ফিরোজাদাবাদ থেকে বিকানেরের দিকে। জিগর কুমার নামে ওই জওয়ান ভ্রমণ করছিলেন স্লিপার ক্লাসে। এই ঘটনা প্রমাণ করছে, সাধারণ যাত্রীদের নিরাপত্তা তো দূরের কথা, একজন জওয়ানেরই কোনও নিরাপত্তা নেই রেলে। প্রশ্ন উঠেছে, এর দায়িত্ব কি এড়াতে পারে রেল কর্তৃপক্ষ?
আরও পড়ুন-টাটা ট্রাস্টে চূড়ান্ত ক্ষমতা দখল: ট্রাস্টি বোর্ড থেকে অপসারিত মেহলি
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জিগর কুমার আদতে গুজরাতের বাসিন্দা। কোনও কারণে কোচ অ্যাটেনডেন্টের সঙ্গে আচমকাই তর্কাতর্কি বেধে যায় ওই জওয়ানের। লুনকারানসর ও বিকানেরের মাঝামাঝি এলাকায় ট্রেন আসার সঙ্গে সঙ্গে তুঙ্গে ওঠে বচসা। জিগর কুমারকে পেটাতে শুরু করে কোচ অ্যাটেনডেন্ট। এই সময় হঠাৎই চলন্ত ট্রেনেই ছুরি দিয়ে ওই জওয়ানকে কোপাতে শুরু করে কোচ অ্যাটেনডেন্ট। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন জওয়ান। ট্রেন থামিয়ে দ্রুত ওই জওয়ানকে (soldier) নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। খবর পেয়েই হাসপাতালে ছুটে যান সেনার পদস্থ অফিসাররা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কোচ অ্যাটেনডেন্টের হাতে ধারালো অস্ত্র এল কীভাবে? তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। কিন্তু দু’জনের মধ্যে বচসার কারণটা ঠিক কী, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার নেপথ্যে পুরনো শত্রুতা, ব্যক্তিগত আক্রোশ কিংবা অন্য কোনও রহস্য আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

