সংবাদদাতা, কৃষ্ণনগর : ফড়ে ও অসাধু ব্যবসায়ীদের হাত থেকে বাঁচাতে চাষিদের কাছ থেকে সরকারি মূল্যে ধান কেনা শুরু হয়েছে কয়েক বছর ধরে। এতে চাষিরা ভীষণ খুশি। বৃহস্পতিবার নদিয়া জেলা খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে যে জেলার ১৮টি ব্লকের চাষিদের কাছ থেকে ৩৫ হাজার মেট্রিক টন ধান কেনা হয়েছে। এতে উপকৃত হয়েছেন জেলার ১২ হাজারের বেশি চাষি। আগামী দিনে সরকারিভাবে আরও ধান কেনা হবে, তার লক্ষ্যমাত্রা পূরণে উদ্যোগ নিয়েছে জেলা খাদ্য দফতর।
আরও পড়ুন-দুর্ঘটনায় কালনার বিধায়ক
মাত্র ৩০ দিনেই নদিয়া জেলা থেকে ৩৫ হাজার মেট্রিক টন ধান কিনল রাজ্য। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত এই কেনার প্রক্রিয়া চলবে। আশা করা হচ্ছে, কাজের যা গতি তাতে নির্দিষ্ট সময়ের অনেক আগেই লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলবে খাদ্য দফতর। জানিয়েছেন কর্মকর্তারা।
বৃহস্পতিবার জেলা খাদ্য আধিকারিক বাবলু ভক্ত জানিয়েছেন, গত নভেম্বর থেকে ইচ্ছুক চাষিদের নাম নথিভুক্তি শুরু হয়েছিল। সেই মতো ডিসেম্বরের শুরুতে ধান কেনার কাজ শুরু হয়। এর উদ্দেশ্য, প্রকৃত চাষিরা যাতে ন্যায্য দাম পান এবং উপকৃত হন। তাঁদের ফড়েদের হাত থেকে বাঁচানোই সরকারের উদ্দেশ্য।