পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর (Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।

Must read

কোয়েম্বাটুর (Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে। এদিন গ্রেফতর প্রক্রিয়া চলার সময় অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে তাদের পায়ে গুলি চালানো হয়, মঙ্গলবার এমনটাই জানালেন কোয়েম্বাটুরের পুলিশ কমিশনার সারাভানা সুন্দর। ঘটনার সময় এক কনস্টেবলও আহত হয়েছেন বলে তিনি জানান। মঙ্গলবার ৪ নভেম্বর, ২০২৫ ভোরে জেলার থুদিয়ালুরের কাছে ভেল্লাকিনার থেকে তাদের গ্রেফতার করা হয়।

রবিবার কোয়েম্বাটুর বিমানবন্দরের কাছে এক MBA পড়ুয়াকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। প্রেমিককে মারধর করে গাড়ি থেকে নামিয়ে ওই তরুণীকে অপহরণ করে ধর্ষণ করা হয়। এই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের হাত থেকে পালানোর চেষ্টা করায় তিন অভিযুক্তের পায়ে গুলি করে পুলিশ। এদিন পুলিশ কমিশনার জানিয়েছেন,কোয়েম্বাটুর শহরের ভেল্লাকিনার এলাকা থেকে অভিযুক্তরা পালানোর চেষ্টা করছিল। সেই সময়ে পুলিশ তাদের পায়ে গুলি করতে বাধ্য হয়। এই ঘটনায় গুনা, কারুপ্পাস্বামী এবং কার্তিক ওরফে কালীশ্বরন নামে তিনজনকে গ্রেফতার করা হয়। তিন অভিযুক্তকে আপাতত চিকিৎসার জন্য কোয়েম্বাটুরের সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এদিনের ওই এনকাউন্টারে একজন হেড কনস্টেবলও আহত হয়েছেন।

সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় এক বন্ধুর সঙ্গে গাড়িতে যাচ্ছিলেন নির্যাতিতা। হঠাৎ তিন অভিযুক্ত ওই গাড়ির জানলা ভেঙে সেই বন্ধুর মাথায় আঘাত করে তরুণীকে তুলে নিয়ে যায়। তাঁকে ওই তিনজন মিলে তারপর ধর্ষণ করে। অভিযুক্তরা একটি চুরি করা মোটরসাইকেলে এসেছিল বলেও অভিযোগ করা হয়। সোমবার সকালে অচৈতন্য অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করা হয় এবং তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে অভিযুক্তরা বিমানবন্দরের কাছেই জনশূন্য একটা খালি জমি থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে ইরুগুরে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিল। সেখানেই নিয়ে গিয়ে তারা তরুণীকে গণধর্ষণ করে।

 

Latest article