ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে মৃত্যু ১২ জনের: NCRB

Must read

ওষুধের ওভারডোজ (Drug Overdose)। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন মারাত্মক ক্ষতি হতে পারে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ভারতে মাদকের অতিরিক্ত ডোজের কারণে প্রতি সপ্তাহে গড়ে কমপক্ষে ১২ জনের মৃত্যু হচ্ছে। প্রতিদিন গরে দু’জনের মৃত্যু হচ্ছে। সংস্থার মতে, নির্দিষ্ট রাজ্যগুলিতে উদ্বেগজনক প্রবণতা দেখা দিয়েছে, পাঞ্জাব এবং রাজস্থানে ধারাবাহিকভাবে অতিরিক্ত মাত্রায় মৃত্যুর সংখ্যা বেশি।

২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে, তিন হাজারেরও বেশি মৃত্যুর কারণ একই। বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রেসক্রিপশনে অনেক ক্ষেত্রেই ঘুমের ওষুধ বা ব্যথানাশক ওষুধের অতিরিক্ত ব্যবহার থাকতে পারে।

অতিরিক্ত মাত্রা কেন হয়?
চিকিৎসকরা বলছেন যে অনেক সময় এটি স্পষ্ট হয় না যে ওষুধের অতিরিক্ত মাত্রা দুর্ঘটনাক্রমে নাকি ইচ্ছাকৃতভাবে নেওয়া হয়েছে।

আরও পড়ুন- ফের মুম্বইয়ে বাঙালি পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার! তৈরি হয়েছে চাঞ্চল্য

২০১৯ সাল থেকে ২০২৩ সালের মধ্যে ওষুধের ওভারডোজের (Drug Overdose) কারণে মৃত্যু হয়েছে ৩২৯০ জনের। ২০১৯ সালে মৃত্যু হয়েছে ৭০৪ জনের, ২০২০ সালে ৫১৪ জনের (কোভিড লকডাউনের কারণে কম মৃত্যু), ২০২১ সালে মারা গিয়েছে ৭৩৭ জন, ২০২২ সালে ৬৮১ জনের মৃত্যু হয়েছিল, ২০২৩ সালে মৃত্যু হয়েছিল ৬৫৪ জনের।

তবে বিশেষজ্ঞদের মতে ওষুধের ওভারডোজের কারণে মৃতের সংখ্যা আরও অনেকটা বেশি।

Latest article