SIR চক্রান্তের প্রতিবাদে মঞ্চ থেকে এক যোগে নির্বাচন কমিশন ও বিজেপি-কে তীব্র আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee)। আর সেই মঞ্চ থেকে আগামীর লড়াইয়ের টার্গেট বেঁধে দিলেন অভিষেক (abhishek banerjee)। বললেন, আগামীর লড়াই বিজেপি-কে শূন্য করার লড়াই।
এদিন রেড রোড থেকে রানি রাসমণি অ্যাডিনিউ হয়ে, ডোরিনা ক্রসিং হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে মিছিল পৌঁছয় জোড়াসাঁকোয়। সেই মঞ্চের সামনের SIR-এর আতঙ্কে আত্মঘাতী ৭জনের স্মৃতি-বেদীতে শ্রদ্ধা জ্ঞাপন করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলতে উঠে ৪ কিমি পথ হাঁটার জন্য সবাইকে কৃতজ্ঞতা জানান অবিষেক। বলেন, রাস্তার দুধারে অসংখ্য মানুষ তাঁদের আশীর্বাদ ও ভালবাসা দিয়েছেন। এসআইআর ভয়ে যাঁরা প্রাণ দিয়েছেন সকলের ভোটার লিস্টে নাম ছিল। যখন তখন যাকে খুশি বাংলাদেশি বলে বের করে দিচ্ছে। এটা চলতে পারে না’, বলেন অভিষেক।
আরও পড়ুন- ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু যুবকের
এরপরেই ২১ জুলাই-এর ইতিহাস মনে করান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, “সেই ২১ জুলাই তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন হয়। প্রাণ দিয়েছিল ৩১জন। তারপর থেকে যাঁরা ভোট দিয়েছেন, তাঁরা মমতা বন্দ্য়োপাধ্যায়ের আন্দোলনের কথা মনে করেছেন”।
বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনার প্রতিবাদে তোপ দাগেন অভিষেক। বলেন, “আমরা বলেছিলাম, একশো দিনের টাকা দিল্লিতে গিয়ে কেড়ে আনব না হলে নিজেরা ব্যবস্থা করব। আমাদের কৃষিভবন থেকে টেনে হিঁচড়ে বের করা হয়েছিল। তোমরা ভাবো, হাতে ক্ষমতা আছে যা খুশি তাই করব। ইডি, সিবিআই, আয়কর, কমিশন, প্যারামিলিটারি ফোর্স নিজেদের মতো করে ব্য়বহার করেছে। কিন্তু একশো দিনের টাকা ছিনিয়ে এনেছি।“
সোনালি বিবি প্রসঙ্গ তুলে বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, যাকে খুশি পুশব্যাক করে দিচ্ছে। তৃণমূলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বার্তা, “দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত থাকুন।“ মতুয়া, রাজবংশীরা এঁদের ফাঁদে পা দেবেন না- পরামর্শ অভিষেকের। বলেন, “অসমে হিন্দুদের যা হয়েছে। আপনাদেরও সেই পরিণতি করবে। কোনও মতুয়াকে বাংলাদেশে পুশব্যাক করতে দেব না।“ অভিষেকের দাবি, “৮০০ টাকায় মতুয়া মহাসংঘের কার্ড আসলে আইওয়াশ।“
এর পরেই তৃণমূলের সেনাপতির হুঙ্কার, “আগামীর লড়াই বিজেপিকে শূন্য করার লড়াই“। অভিষেক বলেন, “মমতা বন্দ্য়োপাধ্যায় বলেছিল এনআরসি করতে দেবেন না বলেছিলেন, ওরা পারেনি। আপনাদের বলছি, এসআইআর নিয়ে ভয় পাবেন না। তৃণমূলের সৈনিকরা রাস্তায় আছে। যে কোনও সমস্যা পাশে পাবেন।“

