মালগাড়ি-যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ! বিলাসপুরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৬

Must read

ফের ট্রেন দুর্ঘটনা। ছত্তিশগড়ের বিলাসপুরে (Bilaspur train accident) মালগাড়িকে ধাক্কা যাত্রিবাহী ট্রেনের। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। যাত্রিবাহী ট্রেনটি কোরবা প্যাসেঞ্জার ট্রেন ছিল।

যাত্রীবাহী ট্রেনটি রায়গড়ের গেভরা থেকে বিলাসপুর (Bilaspur train accident ) যাচ্ছিল। মালগাড়িটি আসছিল বিলাসপুরে থেকে। বিলাসপুর রেলওয়ে স্টেশনের কাছে লাল খন্ডের কাছে একই ট্র্যাকে এই দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ফলে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন- আগামীর লড়াই বিজেপি-কে শূন্য করার লড়াই: SIR চক্রান্তের প্রতিবাদ-মঞ্চ থেকে গর্জে উঠলেন অভিষেক

ভিডিওতে যাত্রিবাহী ট্রেনটির একটি কামরা উঠে গিয়েছে মালগাড়ির উপরে, এছাড়া কয়েকটি কামরা রেললাইন থেকে ছিটকে পড়েছে। এখনও চলছে উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Latest article