প্রতিবেদন : কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেল বিশ্ব হিন্দু পরিষদ। দিঘার জগন্নাথ (jagannath dham) মন্দির নিয়ে ভিএইচপি-র দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। দিঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে কেন ‘ধাম’ (jagannath dham) শব্দ যুক্ত করা হয়েছে, তাই নিয়ে এই মামলা দায়ের করেছিল বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গ শাখা। এই মামলায় ইতিমধ্যেই আদালতের তরফে অতিরিক্ত নথি দাখিল করার সুযোগ দেওয়া হলেও তা এখনও করা হয়নি— এই যুক্তিতেই এদিন মামলাটি খারিজ করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিনের শুনানিতে মামলাকারীকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, নথি দাখিল করার জন্য আর কতবার ‘শেষ’ সুযোগ দেওয়া হবে? বারবার ‘শেষ’ সুযোগ দিলে তো ‘শেষ’ শব্দটি তার অর্থ হারাবে! তবে মামলাকারী চাইলে সম্পূর্ণ নথি দিয়ে নতুন করে মামলা দাখিল করতে পারেন বলে জানিয়েছে আদালত।
আরও পড়ুন- এসআইআর-আতঙ্কে জোড়া মৃত্যু, পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস

