প্রতিবেদন : এসআইআর আতঙ্ক যাদের প্রাণ কেড়ে নিয়েছে তাঁদের শহিদের মর্যাদা দিল তৃণমুল (Trinamool)। জোড়াসাঁকোতে প্রতিবাদ মঞ্চের সামনে প্রদীপ কর, ক্ষীতিশ মজুমদার, কাকলি সরকার, বিমল সাঁতরা, হাসিনা বেগম, শেখ সিরাজউদ্দিন এবং জাহির মালের নাম-সম্বলিত শহিদ স্মারক রাখা হয়েছে। তার উপর লেখা হয়েছে, বিজেপির চাপানো এসআইআরের ফলে গত ৭ দিনে প্রাণ হারানো বাঙালিদের তালিকা।
আরও পড়ুন-জগন্নাথ ‘ধাম’ মামলা খারিজ করল হাইকোর্ট
মঙ্গলবার মিছিল শেষে সভা শুরুর আগে এই স্মারক-বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চে বক্তব্য রাখার সময় এদের সকলের কথা উল্লেখ করেন দু’জনেই। মৃতদের পরিবারের সদস্যরাও এদিন মঞ্চে ছিলেন।

