রিচা-দীপ্তিকে সম্মান জানাবে ইস্টবেঙ্গল

এক বিবৃতিতে ক্লাবের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই দুই ক্রিকেটারকে তাঁদের সুবিধাজনক সময়ে সংবর্ধনা দেওয়া হবে দেশকে গর্বিত করার জন্য।

Must read

প্রতিবেদন : বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা দলের দুই ক্রিকেটার রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে সম্মান জানাবে ইস্টবেঙ্গল। বাংলার মেয়ে রিচা ও কয়েক বছর আগে বাংলার হয়েই ঘরোয়া ক্রিকেট খেলে যাওয়া ফাইনালে ভারতের জয়ের অন্যতম কাণ্ডারি দীপ্তিকে সংবর্ধনা দেওয়ার কথা ঘোষণা করল ক্লাব। ভারতের ঐতিহাসিক সাফল্যে দলের দুই গর্বিত সদস্যা রিচা ও দীপ্তিকে অভিনন্দনবার্তা পাঠিয়েছে ইস্টবেঙ্গল। এক বিবৃতিতে ক্লাবের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই দুই ক্রিকেটারকে তাঁদের সুবিধাজনক সময়ে সংবর্ধনা দেওয়া হবে দেশকে গর্বিত করার জন্য।

আরও পড়ুন-এসআইআর আতঙ্কে শহিদ ৭ জনকে শ্রদ্ধা

হরমনপ্রীত কৌর, রিচাদের ঐতিহাসিক জয় উদযাপন করছে সিএবি। ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সের সামনে হরমনপ্রীতদের অভিনন্দন জানিয়ে বিশাল কাট আউট লাগানো হয়েছে। সিএবি সাজানো হয়েছে জার্সির রঙের নীল আলো দিয়ে। ঘরের মেয়ে রিচাকে আলাদা করে সংবর্ধনা দিতে চায় সিএবি। তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার রিচা শিলিগুড়ি ফিরছেন। এরপরই তাঁর কলকাতায় আসার কথা।

Latest article