কমিশনের চক্রান্ত, উত্তর হাওড়ায় বিএলও বিজেপি-ঘনিষ্ঠরা

ফাঁস হয়ে গেল এসআইআর-এর নামে বিজেপি-কমিশনের সমস্ত চক্রান্ত! হাওড়ায় বিএলও’র দায়িত্ব দেওয়া হয়েছে একাধিক বিজেপি কর্মীকে।

Must read

সংবাদদাতা, হাওড়া : ফাঁস হয়ে গেল এসআইআর-এর নামে বিজেপি-কমিশনের সমস্ত চক্রান্ত! হাওড়ায় বিএলও’র দায়িত্ব দেওয়া হয়েছে একাধিক বিজেপি কর্মীকে। কমিশন-বিজেপির যৌথ ষড়যন্ত্রে একেবারে সক্রিয় বিজেপি কর্মীদের বিএলও বানিয়ে বৈধ ভোটারদের নাম বাতিলের চেষ্টা! এবার কী বলবেন বিজেপি নেতারা? কী সাফাই দেবে নির্বাচন কমিশন? বাংলাবিরোধী বিজেপি ও কমিশনের বিরুদ্ধে যৌথ ষড়যন্ত্রের অভিযোগে সরব হয়েছেন হাওড়া (সদর) তৃণমূল সভাপতি ও বিধায়ক গৌতম চৌধুরী।

আরও পড়ুন- মৌলবাদী চাপে বেনজির সিদ্ধান্ত ইউনুস সরকারের

তাঁর অভিযোগ, বিজেপি ঘনিষ্ঠদের বিএলও হিসেবে কাজে লাগিয়ে বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের নাম রেখে বিজেপি-কমিশনের সাহায্যে রিগিং করার ছক কষছে। উত্তর হাওড়ার ১৬০ নং বুথে বিবেকানন্দ পান্ডে, ১৭১ নং বুথে অশোক কুমার সোনকার, ১৮৫ নং বুথে বীজেন্দ্র পান্ডেকে বিএলও করা হয়েছে। তাঁরা সকলেই সক্রিয় বিজেপি কর্মী। একাধিক বিজেপি নেতার সঙ্গে তাঁদের ঘনিষ্ঠ ছবি রয়েছে। ওই সমস্ত বিএলওদের বিজেপি নেতা ঘনিষ্ঠ ছবি ও তাঁদের বিএলও দায়িত্বে থাকার প্রমাণ-সহ নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাচ্ছেন বিধায়ক গৌতম চৌধুরী। তাঁর কথায়, এসআইআরের নামে বিজেপির চক্রান্তের পর্দা ফাঁস হয়ে গেছে। অবিলম্বে বিজেপি-ঘনিষ্ঠদের বিএলও’র দায়িত্ব থেকে সরাতে হবে! হাওড়ার জেলাশাসক পি দীপাপ প্রিয়া জানিয়েছেন, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Latest article