‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-ওরা কী চাইছে সংস্কার না বহিষ্কার
সামনে পথ
এগিয়ে চলো থেমো না
হও বরাভয়, ভেবো না
সামনে পথ— গড়ো ভবিষ্যৎ
কে কি বলল, তাকিও না
কাজ করে যারা, এগিয়ে চলে তারা
ব্যর্থ যারা দীর্ণ তারা
শুধু দোষ ধরা, এদের জীবনে খরা
নেই কাজ নেই কর্ম
ভুল ধরাই যাদের জীবনের ধর্ম
ব্যর্থ হোক বাধা, জীবন হোক সাধাসিধা
সত্যের জয় হবেই, মিথ্যা বিদায় নেবেই
‘হোক মঙ্গল’ সমাজে সবার
জীবন জীবনে তোমার আমার।

