ভালই আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এখনই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে না। শুক্রবার বিকেলে জিন পরীক্ষার রিপোর্ট হাতে আসার পরেই তাঁকে নিয়ে সিদ্ধান্ত নেবে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন সৌরভের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে তিনি ভালই আছেন। তাঁর অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ৯৯। রাতে ঘুমও ভালই হয়েছে।
আরও পড়ুন-আফ্রিকান দুর্গে বিরাট-জয়, ১-০
হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে আর জ্বরও আসেনি। জানা গিয়েছে, বৃহস্পতিবার হাসপাতালেই টিভিতে বিরাট কোহলিদের সেঞ্চুরিয়ন টেস্ট জয় উপভোগ করেছেন বিবিসিআই প্রেসিডেন্ট। এরপর তিনি ট্যুইট করে বিরাট বাহিনীকে অভিনন্দনও জানান। সৌরভ লিখেছেন, ‘টিম ইন্ডিয়ার দুর্দান্ত জয়। তবে রেজাল্ট দেখে মোটেই বিস্মিত হইনি। এই সিরিজে ভারতীয় দলকে হারানো খুব কঠিন। তার জন্য দক্ষিণ আফ্রিকাকে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে। সবাই নতুন বছর উপভোগ করুন।’