৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে কেনটাকিতে লুইসভিল (Louisville) আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি UPS এয়ারলাইন্সের কার্গো বিমানে আগুন লাগে। ম্যাকডোনেল ডগলাস MD-11 মালবাহী বিমানটি টেকঅফের কিছুক্ষণ পরেই হঠাৎ নিচে পড়ে যায়। বিমানটিতে আগুন ধরে যাওয়ায় গোটা এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়।
আরও পড়ুন-বুধবার ভোরে ভূমিকম্প ইন্দোনেশিয়ায়
জানা যায়, স্থানীয় সময় বিকেল ৫.১৫ নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী ফার্ন ভ্যালি রোডের কাছে ঘটনাস্থলে ছুটে আসেন। হতাহতের খবর নিশ্চিতভাবে বলা না গেলেও জানা গিয়েছে ৭ জন নিহত হয়েছেন। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে যে ইউপিএস বিমান দুর্ঘটনায় সাতজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে বিমানটি উপরে উঠে যাওয়ার কিছুক্ষনের মধ্যেই ভেঙে পরে এবং আগুন ধরে যায়। বিমানের বাঁ দিকে আগুনের শিখা এবং কালো ধোঁয়া দেখা যায়। শুধু তাই নয় বিমান দুর্ঘটনার পর চারপাশের বেশ কয়েকটি বাড়িতেও আগুন ধরে যায়।
আরও পড়ুন-৪ প্রতিযোগীকে পুশ-আপে মাত অভিষেকের
সূত্রের খবর, বিমানটিতে তিনজন ক্রু সদস্য ছিলেন এবং মনে করা হচ্ছে যে তারা সকলেই মারা গিয়েছেন। লুইসভিল মেট্রো ইমার্জেন্সি সার্ভিসেস বিমানবন্দরের পাঁচ মাইল (৮ কিমি) এর মধ্যে সকলের জন্য আশ্রয়স্থলের ব্যবস্থা করেছে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ঘটনার (NTSB) কারণ নির্ধারণের জন্য তদন্ত শুরু করেছে। এফএএ কর্মকর্তারা ধ্বংসাবশেষের নমুনা সংগ্রহ করছেন এবং ফ্লাইট-ট্র্যাকিং ডেটা রক্ষণাবেক্ষণের রেকর্ড পর্যালোচনা করছেন।

