নিউ ইয়র্কের মেয়র ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি

ওই দেশে সাধারণ মানুষের জীবনযাত্রা নিয়ে তাঁর ডিজিটাল প্রচার নিউ ইয়র্কবাসীদের মন কেড়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই।

Must read

ঐতিহাসিক ঘটনা নিউ ইয়র্ক (NewYork) সিটিতে। প্রথমবার মেয়র পদে নির্বাচিত হলেন ৩৪ বছরের ডেমোক্র্যাট প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত সংখ্যালঘু সম্প্রদায়ের জ়োহরান মামদানি। ট্রাম্প সমর্থিত প্রার্থী অ্যান্ড্রু কুওমো, কার্টিস স্লিওয়াকে পরাজিত করে জয়ী হলেন তিনি। ট্রাম্পের শত চেষ্টার পরেও পদ জিতে নিলেন বিখ্যাত ভারতীয় পরিচালক মীরা নায়ারের পুত্র মামদানি। তিনি হলেন নিউ ইয়র্কের সর্বকনিষ্ঠ মেয়র। ১৯৯১ সালের ১৮ অক্টোবর মামদানির জন্ম হয় উগান্ডার রাজধানী কাম্পালায়তে। তাঁর বাবা মাহমুদ মামদানি উগান্ডান শিক্ষাবিদ। আপাতত তিনি আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ২০২০ সালে ডেমোক্র্যাটিক পার্টির এই রাজনীতিক নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের অক্টোবরে জোহরান মামদানি যখন নিউইয়র্কের মেয়র পদে লড়াই করার ঘোষণা করেন তখন তিনি বেশ অপরিচিত। এক বছরের কম সময়ে যে তিনি নিজের জনপ্রিয়তা এতটা বাড়িয়ে ফেলবেন সেটা আশাতীত।

আরও পড়ুন-লুইসভিল বিমানবন্দরের কাছে MD-11 জেট বিস্ফোরণ, মৃত ৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কয়েক মাস ধরে রাজনৈতিক টানাপোড়েনের পর মামদানির জয় তাঁকে স্বাভাবিকভাবেই জাতীয় পর্যায়ে আলোচনার শীর্ষে এনে দিয়েছে। ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে মামদানি জিতলে শহরের সবরকম তহবিল বন্ধ করে দেওয়া হবে। অন্যদিকে প্রচার চলাকালীন মামদানি গরিবদের জন্য কম দামে আবাসন ও খাবার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপরেই তাঁর এই জয় মার্কিন জাতীয় রাজনীতিতেও গভীর প্রভাব ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন-বুধবার ভোরে ভূমিকম্প ইন্দোনেশিয়ায়

ওই দেশে সাধারণ মানুষের জীবনযাত্রা নিয়ে তাঁর ডিজিটাল প্রচার নিউ ইয়র্কবাসীদের মন কেড়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে হারিয়ে নয়া ইতিহাস গড়লেন মীরা নায়ারের পুত্র। ২০২১ সালে নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর পদ থেকে পদত্যাগ করে কুওমো তার রাজনৈতিক ক্যারিয়ার নতুন করে গোছানোর চেষ্টা করছিলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে প্রগতিশীল ডেমোক্র্যাট এবং প্রবাসী জোহরান মামদানি দলের মনোনয়ন পান এবং মেয়র পদের জন্য প্রায় সকলেরই পছন্দে পরিণত হন। তারপরেই তিনি কুওমো স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন।

 

Latest article