মর্মান্তিক! যোগীরাজ্যে রেলস্টেশনে ভুল দিকে ট্রেন থেকে নেমে নিহত ৬

বুধবার সকালে উত্তর প্রদেশের মির্জাপুরে (Mirjapur) এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ছয় জন নিহত হয়েছেন।

Must read

বুধবার সকালে উত্তর প্রদেশের মির্জাপুরে (Mirjapur) এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ছয় জন নিহত হয়েছেন। সূত্রের খবর চুনার রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। কার্তিক পূর্ণিমা স্নানের জন্য আসা নিহতরা নির্ধারিত প্ল্যাটফর্মের পরিবর্তে ভুল দিকে নেমে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা কালকা-হাওড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আহত হন। ট্রেনের ধাক্কা এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। সকাল ৯.১৫ মিনিটে গোমো প্রয়াগরাজ এক্সপ্রেস থেকে নেমে যাত্রীরা ভুল দিক থেকে রেললাইন পার হচ্ছিলেন। তিন নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে যাওয়া কালকা মেলের ধাক্কায় এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে।

নিহত যাত্রীদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনায় মৃতদেহগুলি টুকরো টুকরো হয়ে যাওয়ায় শনাক্ত করা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। রেলওয়ে প্রশাসন গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। কিন্তু এখানে প্রশ্ন উঠছে আজকের বিশেষ উৎসবে ভিড় হবে জেনেও কেন দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেনি আরপিএফ। আগে থেকেই কেন যাত্রী সুরক্ষায় ব্যবস্থা নেওয়া হয় নি?

Latest article