এসআইআর (SIR conspiracy) আতঙ্কে রাজ্যে একের পরে এক আত্মহত্যার ঘটনা ঘটছে। ফলে জনমানসে উদ্বেগ দেখা দিচ্ছে। এই পরিস্থিতি আইনি সহায়তা দিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ লিগাল সেল খুলছে তৃণমূল। নভেম্বরে দশদিন রাজ্যজুড়ে জনসভা করবে তৃণমূলের লিগাল সেল। ১১ তারিখ কলকাতা থেকে শুরু হবে কর্মসূচি। দুপুর ৩ টেয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে মিছিল ও পরে ডোরিনা ক্রসিংয়ে সমাবেশ হবে। তৃণমূল সূত্রে খবর, উত্তরবঙ্গ ও পূর্ব মেদিনীপুরে বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে।
বিজেপির SIR ‘ষড়যন্ত্রে’র (SIR conspiracy) প্রতিবাদে মঙ্গলবার জোড়াসাঁকোর মঞ্চ থেকে অভিষেক জানিয়েছিলেন, চিন্তার কোনও কারণ নেই। তৃণমূলের লিগাল সেল পাশে থাকবে। যে কোনও সমস্যায় তাঁরা সহযোগিতা করবে। এই কথার ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ। অভিষেকের নির্দেশ মতো তৎপর হয় তৃণমূলের লিগাল সেল।
আরও পড়ুন- এবার SIR-NRC আতঙ্কে আত্মহত্যা ভাঙড়ে, পরিবারের পাশে শওকত মোল্লা
১১ তারিখে বিকাল ৩টা থেকে ডোরিনা ক্রসিংয়ে প্রথম জনসভা। চন্দ্রিমা ভট্টাচার্য সমাবেশের নেতৃত্ব দেবেন। বিশেষ করে পূর্ব মেদিনীপুরে বিজেপির এজেন্সির অপব্যবহারের বিরুদ্ধে দলীয় কর্মীদের প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করা হবে।
১১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে সভা করবে লিগাল সেল। নির্বাচন কমিশন ও বিজেপির যৌথ ষড়যন্ত্রের বিরোধিতায় সাধারণ মানুষকে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করা হবে।

