AIFF-FIFA অ্যাকাডেমিতে বাংলার রাজ, অভিনন্দনবার্তা ক্রীড়ামন্ত্রীর

Must read

প্রতিবেদন : ঘরের ছেলেদের তুলে আনার লক্ষ্যে ক্ষমতায় আসার পর বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তৃণমূলস্তর থেকে ফুটবলার তুলে আনার লক্ষ্যেই এই আবাসিক ফুটবল অ্যাকাডেমি তৈরি হয়। রাজ্য সরকারের সেই অ্যাকাডেমির নাম উজ্জ্বল করলেন দিশম রাজ হাঁসদা। বাংলার এই কিশোর ফুটবলার এআইএফএফ-ফিফা অ্যাকাডেমিতে সুযোগ পেয়েছেন। ইতিমধ্যেই বয়সভিত্তিক টুর্নামেন্টে নজরকাড়া পারফরম্যান্স করেছেন রাজ। এবার বৃহত্তর মঞ্চে শেখার সুযোগ পেলেন তিনি। এই সাফল্যের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (aroop biswas)। এক বার্তায় অরূপ বিশ্বাস (aroop biswas) লিখেছেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির অনূর্ধ্ব-১৪ দলের স্ট্রাইকার দিশম রাজ হাঁসদা সম্প্রতি হায়দরাবাদে অনুষ্ঠিত এআইএফএফ-ফিফা অ্যাকাডেমিতে সুযোগ পেয়েছে। ২০২৪ সালে এআইএফএফ আয়োজিত অনূর্ধ্ব-১৫ আই লিগে স্ট্রাইকার হিসাবে ১০ ম্যাচে ৭ গোল করে এবং এআইএফএফ-ফিফা অ্যাকাডেমিতে ট্রায়ালের জন্য সুযোগ পায় দিশম রাজ। সম্প্রতি হায়দরাবাদে অনুষ্ঠিত ট্রায়ালে বাকিদের টেক্কা দিয়ে চূড়ান্ত ২১ জনের দলে সুযোগ করে নেয় সে। একইসঙ্গে ক্রীড়ামন্ত্রী লিখেছেন, দিশম রাজ হাঁসদাকে জানাই উজ্জ্বল ভবিষ্যতের জন্য অফুরন্ত শুভেচ্ছা। একই সঙ্গে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির সঙ্গে যুক্ত কোচ, সাপোর্ট স্টাফ ও আধিকারিকদের জানাই আন্তরিক অভিনন্দন।

আরও পড়ুন- সীমা ছাড়িয়ে যাচ্ছে বিজেপি SIR- তোপ মুখ্যমন্ত্রীর

Latest article