বিএলওদের কাজ নিয়ে মিথ্যাচার ওড়াল তৃণমূল

এসআইআর প্রক্রিয়ার অংশ হিসেবে ফর্ম বিলির দায়িত্ব দেওয়া হয়েছে বিএলওদের। এবার এই বিএলওদের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তুলছে কিছু মানুষ।

Must read

প্রতিবেদন : এসআইআর প্রক্রিয়ার অংশ হিসেবে ফর্ম বিলির দায়িত্ব দেওয়া হয়েছে বিএলওদের। এবার এই বিএলওদের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তুলছে কিছু মানুষ। তাদের অভিযোগ, বাড়ি বাড়ি না গিয়ে চায়ের দোকান বা কোনও গাছতলায় বসে ফর্ম বিলি করছেন বিএলওরা! এই অভিযোগ উড়িয়ে দিল তৃণমূল। দলের তরফে মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বাস্তব ছবিটা কিন্তু অন্যরকম। দেখা যাচ্ছে ঠিকানাগুলো এতটাই এলোমেলো যে তা খুঁজে পেতে অসুবিধায় পড়তে হচ্ছে বিএলওদের। আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বড় বড় বিল্ডিং বা অ্যাপার্টমেন্টে অজানা অচেনা কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন-AIFF-FIFA অ্যাকাডেমিতে বাংলার রাজ, অভিনন্দনবার্তা ক্রীড়ামন্ত্রীর

সে ক্ষেত্রে বিএলওদের সেই বাড়ির সামনে কোথাও বসে ফর্ম বিলি করতে হচ্ছে। আরও একটি সমস্যা দেখা দিচ্ছে। দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে কাজ করতে অসুবিধে হচ্ছে তাদের। তাই এই সমস্যা দূর করতে কাছে-পিঠে কোনও জায়গায় বসে সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাজ সারছেন বিএলওরা। তাই যাঁরা বলছেন বিএলওরা চায়ের দোকানে বসে ফর্ম বিলি করছেন বাড়ি বাড়ি যাচ্ছেন না, তাঁরা যে পুরোটা না জেনে মিথ্যাচার করছেন সে-বিষয়টি স্পষ্ট। শুধুমাত্র মিথ্যাচার করার জন্যই তাঁরা অর্ধেক জেনে বাকি অর্ধেকটা নিজেদের মনের মতো করে তৈরি করে নিচ্ছেন।

Latest article