প্রতিবেদন : পরিবহণ পরিষেবাকে আরও দ্রুত, স্বচ্ছ ও নাগরিকবান্ধব করতে বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। এবার রাজ্যের পরিবহণ দফতর চালু করতে চলেছে মোট ৫০টি অনলাইন, ফেসলেস মোটরগাড়ি-সংক্রান্ত পরিষেবা, যেখানে নাগরিকদের আধার যাচাইকরণের মাধ্যমেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে।
এজন্য পরিবহণ বিভাগের বাহন ও সারথি পোর্টাল অবিলম্বে আপগ্রেড করার জন্য পরিবহণ সচিব সৌমিত্র মোহন ইতিমধ্যেই ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারকে নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে এনআইসি-কে তিনদিনের মধ্যে একটি অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৪ অক্টোবর পরিবহণ দফতর ও এনআইসি-র শীর্ষ আধিকারিকদের বৈঠকে এই ফেসলেস পরিষেবা চালুর রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আরও পড়ুন-বিএলওদের কাজ নিয়ে মিথ্যাচার ওড়াল তৃণমূল
নতুন ব্যবস্থায় নাগরিকরা অনলাইনে আধার যাচাইকরণের মাধ্যমে লার্নার লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স নবীকরণ বা প্রতিলিপি, নাম, ঠিকানা, জন্মতারিখ, বায়োমেট্রিক, ছবি বা স্বাক্ষর পরিবর্তন সংক্রান্ত পরিষেবার জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি, কন্ডাক্টর লাইসেন্স, গাড়ি রেজিস্ট্রেশন, পারমিট, মালিকানা হস্তান্তর ও আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট ইস্যু সম্পর্কিত পরিষেবাগুলিও এই ফেসলেস ব্যবস্থার অন্তর্ভুক্ত হবে। সেইসঙ্গে স্পষ্ট করে দেওয়া হয়েছে, পরিষেবাগুলি অনলাইন ও ফেসলেস হলেও, পরিষেবার ধরন অনুযায়ী কিছু শর্ত মানতে হবে। উদাহরণস্বরূপ, লার্নার লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স নবীকরণ বা ঠিকানা পরিবর্তনের আবেদনে নিয়ম অনুযায়ী অতিরিক্ত নথি আপলোড করতে হবে। ফেসলেস পরিষেবার ক্ষেত্রে শুধুমাত্র নামের সামান্য বানান সংশোধনের আবেদনই গৃহীত হবে। এই ক্ষেত্রে নাগরিকের তথ্য সরাসরি আধার থেকে নেওয়া হবে এবং তা সম্পাদনাযোগ্য থাকবে না। আধার ও লাইসেন্সের মধ্যে কোনও তথ্যের অসঙ্গতি ধরা পড়লে আবেদন বাতিল হবে।
আরও পড়ুন-ঠাকুরনগরে অনশন
কিছু পরিষেবা যেমন রেজিস্ট্রেশনের নো অবজেকশন সার্টিফিকেট, গাড়ির মালিকানা হস্তান্তর ও নির্দিষ্ট পারমিট সংক্রান্ত আবেদন কেবলমাত্র অনলাইনে জমা দেওয়া যাবে ফেসলেস মোডে। এই উদ্যোগে পরিষেবা আরও দ্রুত, স্বচ্ছ ও ঝঞ্ঝাটমুক্ত হবে। নাগরিকদের অফিসে যাতায়াত কমবে, ফলে সময় ও খরচ দুটোই বাঁচবে।

