ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে মঙ্গলবারই রাজপথে মিছিল করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ সকালেই তাঁর কালীঘাটের বাড়িতে পৌঁছে গেলেন ভবানীপুরের ৭৭ নম্বর বুথের বিএলও অমিতকুমার রায়। মুখ্যমন্ত্রী নিজেই তাঁর কাছ থেকে হাতে নিলেন এসআইআর-এর ‘এনুমারেশন ফর্ম’।
আরও পড়ুন-৫০টি অনলাইন ফেসলেস পরিষেবা চালু হচ্ছে রাজ্যে
বিএলও অমিত প্রথমে মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে নিরাপত্তার কারণে আটকে যান। পুলিশ ফর্মটি নিজেদের হাতে নিতে চাইলে তিনি নিয়ম অনুযায়ী জানান, ভোটারকেই সরাসরি ফর্ম দিতে হয়। শেষ পর্যন্ত অনুমতি মেলে, তবে ব্যাগ ও মোবাইল বাইরে রেখেই বাড়িতে প্রবেশ করতে হয় তাঁকে।
আরও পড়ুন-বিএলওদের কাজ নিয়ে মিথ্যাচার ওড়াল তৃণমূল
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নিজে ঘর থেকে বেরিয়ে এসে ফর্ম গ্রহণ করেন। পূরণ শেষে দফতর থেকে বিএলওকে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। বুধবার থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। ভোটার তালিকা হালনাগাদে বাড়ি-বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন বুথ স্তরের আধিকারিকেরা। নির্বাচন কমিশন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর ফর্ম নির্ধারিত সময়েই জমা হবে।

