আরও নামল পারদ এখনও অধরা শীত

শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং কালিম্পঙ সহ উপরের দিকের জেলাগুলিতে বেশ কিছুটা রাতের তাপমাত্রা নেমেছে।

Must read

প্রতিবেদন : নভেম্বরের শুরু থেকেই নামতে শুরু করেছে পারদ। সকাল ও রাতের দিকে হালকা শীতের আমেজও লাগছে। তবে পাকাপাকিভাবে শীতের আগমন নিয়ে কোনও দিশা দেখাতে পারেনি আবহাওয়া দফতর। বরং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান হয়েছে।

আরও পড়ুন-পর্যটন ও বন নিরাপত্তায় জোর রাজ্যের

বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। শুক্রবার সামান্য বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর এই দুই জেলায়। এরপর আবহাওয়া ফের শুষ্ক হবে। চার-পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা একইরকম থাকবে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং কালিম্পঙ সহ উপরের দিকের জেলাগুলিতে বেশ কিছুটা রাতের তাপমাত্রা নেমেছে।

Latest article